পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেহাল নিকাশি ব্যবস্থা, মাস্টার প্ল্যান চাইছে রায়গঞ্জবাসী - water_logging_problem_raiganj

সামান্য বৃষ্টিতেই রায়গঞ্জ পৌরসভার একাধিক জায়গা জলমগ্ন হয়ে যায় ৷ বেহাল নিকাশি ব্যবস্থাকেই দায়ি করছে এলাকাবাসী ৷ অভিযোগ, একাধিক বার আবেদন জানিয়েও কোনও সুরাহা মেলেনি পৌরসভার তরফে ৷

বেহাল নিকাশি ব্যবস্থা, মাস্টার প্ল্যান চাইছে রায়গঞ্জবাসী
বেহাল নিকাশি ব্যবস্থা, মাস্টার প্ল্যান চাইছে রায়গঞ্জবাসী

By

Published : Sep 25, 2020, 2:56 PM IST

রায়গঞ্জ, 25 সেপ্টেম্বর : জলনিকাশি ব্যবস্থা বেহাল ৷ সামান্য বৃষ্টিতেই জল জমে যায় রায়গঞ্জ পৌরসভার একাধিক এলাকায় ৷ জলনিকাশি ব্যবস্থার জন্য একাধিকবার আবেদন করা হয়েছে পৌরসভায় ৷ তাতেও সুরাহা মেলেনি বাসিন্দাদের ৷ সামান্য বৃষ্টিতেই রায়গঞ্জ পৌরসভার অশোকপল্লি, রবীন্দ্রপল্লি, শক্তিনগর, বীরনগর, উত্তর কলেজপাড়া, মিলনপাড়া, শক্তিনগর ও উকিলপাড়া সহ বিভিন্ন এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়ে । রাস্তায় জমে থাকা নোংরা জল পেরিয়েই এলাকাবাসীদের যাতায়াত করতে হয় ।

স্থানীয়দের বক্তব্য, সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায় । চলাচলের অযোগ্য হয়ে পড়ে ৷ বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীদের ৷ একাধিকবার আবেদন জানানো হয়েছে পৌরসভায় ৷ পৌরসভা থেকে পরিদর্শনে এলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷

তাদের কথায়, 1992 সালের 1 এপ্রিল পশ্চিম দিনাজপুর জেলা বিভাজন হয়ে উত্তর দিনাজপুর জেলা গঠিত হয়েছে ৷ রায়গঞ্জ জেলার সদর শহর হিসেবে গঠিত হয় ৷ তবে এখনও পর্যন্ত শহরে নিকাশি ব্যবস্থার জন্য কোনও মাস্টার প্ল্যান তৈরি হয়নি ৷ অপরিকল্পিত ভাবে ঘরবাড়ি তৈরি হয়েছে ৷ নিকাশি নালার ব্যবস্থা অনুন্নত ৷

এবিষয়ে পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান মোহিত সেনগুপ্ত এবং উপ-পৌরপ্রধান অরিন্দম সরকার জানিয়েছেন, আর্থিক সমস্যার কারণে মাস্টার প্ল্যান করা সম্ভব হয়নি ৷ জলনিকাশি ব্যবস্থার জন্য মাস্টার প্ল্যান করার উদ্যোগ নিলেও তাঁরা তা সম্পন্ন করতে পারেননি ৷ KMDA-র একটি দল রায়গঞ্জ শহরে নিকাশি ব্যবস্থা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে গেছে ৷ আগামী দিনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details