রায়গঞ্জ, 25 সেপ্টেম্বর : জলনিকাশি ব্যবস্থা বেহাল ৷ সামান্য বৃষ্টিতেই জল জমে যায় রায়গঞ্জ পৌরসভার একাধিক এলাকায় ৷ জলনিকাশি ব্যবস্থার জন্য একাধিকবার আবেদন করা হয়েছে পৌরসভায় ৷ তাতেও সুরাহা মেলেনি বাসিন্দাদের ৷ সামান্য বৃষ্টিতেই রায়গঞ্জ পৌরসভার অশোকপল্লি, রবীন্দ্রপল্লি, শক্তিনগর, বীরনগর, উত্তর কলেজপাড়া, মিলনপাড়া, শক্তিনগর ও উকিলপাড়া সহ বিভিন্ন এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়ে । রাস্তায় জমে থাকা নোংরা জল পেরিয়েই এলাকাবাসীদের যাতায়াত করতে হয় ।
স্থানীয়দের বক্তব্য, সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায় । চলাচলের অযোগ্য হয়ে পড়ে ৷ বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীদের ৷ একাধিকবার আবেদন জানানো হয়েছে পৌরসভায় ৷ পৌরসভা থেকে পরিদর্শনে এলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷