রায়গঞ্জ, 2 অক্টোবর: দেশের অন্যতম ঐতিহাসিক স্থান কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এবার রায়গঞ্জ শহরে(Durga Puja 2022)। রায়গঞ্জ শহরের অন্যতম সেরা দুর্গোৎসব কমিটি " রবীন্দ্র ইন্সটিটিউশন " কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের আদলে পুজো মন্ডপ উপহার দিয়েছে ।
চলতি বছরে ৫৩ তম বর্ষে পদার্পণ করেছে রবীন্দ্র ইন্সটিটিউশনের পুজো। বাজেট আনুমানিক 15 লক্ষ টাকা। বাঁশ, কাঠ ও ভাটশোলা দিয়ে তৈরি হয়ছে ‘ভিক্টোরিয়া মেমোরিয়াল হল’ ৷ এই মণ্ডপটি নির্মাণ করেছেন নবদ্বীপের শিল্পীরা। পাশাপাশি থাকবে চন্দননগরের সুদৃশ্য আলোকসজ্জা ৷ যা আলোকিত করে তুলেছে পুজো মণ্ডপ-সহ সমগ্র এলাকা।