রায়গঞ্জ, 29 জুলাই : বুধবার উত্তর দিনাজপুর জেলায় আরও 53 জনের শরীরে কোরোনা সংক্রমণের হদিস মিলেছে । তাদের মধ্যে একজন রায়গঞ্জ পুলিশ জেলা সুপারের গাড়িচালক । গতকাল রাতে তাঁর লালারসের রিপোর্ট পজ়িটিভ আসে । আজ সকালে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে রায়গঞ্জ পুলিশ জেলার সেফহোমে ।
রায়গঞ্জ পুলিশ জেলা সুপারের গাড়িচালক কোরোনায় আক্রান্ত
রায়গঞ্জ পুলিশ জেলা সুপারের গাড়িচালক কোরোনায় আক্রান্ত । যদিও অসুস্থতা নিয়ে 10 দিন ধরে বাড়িতেই রয়েছেন তিনি ৷
এই বিষয়ে রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার বলেন, “আমার গাড়িচালক গত 10 দিন ধরে বাড়িতেই ছিলেন । তাঁর শারীরিক অবস্থার সামান্য খারাপ হওয়ার পর তাঁকে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল । গত 25 তারিখ লালারস সংগ্রহ করা হয়েছিল । গতকাল রাতে তাঁর রিপোর্ট পজ়িটিভ এসেছে । বর্তমানে যদিও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল । চিকিৎসা চলছে ।”
জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে, জেলায় মোট আক্রান্তের সংখ্যা 750 ৷ ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন 696 জন। বর্তমানে 402 জন সক্রিয় কোরোনা আক্রান্ত । এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 6 জনের ।