পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে অভিযানে রায়গঞ্জ পুলিশ - বেআইনি আগ্নেয়াস্ত্র

রাস্তার মোড়ে মোড়ে সন্দেহজনক মনে হলেই তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ প্রায় ঘণ্টা দুয়েক ধরে চলে অভিযান ।

raiganj_police_raid_to_catch_illegal_arms_in_bbd_more
বেআইনি আগ্নেয়াস্ত্র ধরতে অভিযানে রায়গঞ্জ থানা

By

Published : Oct 19, 2020, 9:39 PM IST

রায়গঞ্জ, 19 অক্টোবর : বেআইনি অস্ত্র উদ্ধার করতে অভিযান চালাল রায়গঞ্জ পুলিশ ৷ রায়গঞ্জ থানার IC সুরাজ থাপার নেতৃত্বে সোমবার বিকেলে বিবিডি মোড়ের রেলগেট সংলগ্ন এলাকায় অভিযান চালায় তারা ৷ বাইক, গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয় ৷

রাস্তার মোড়ে মোড়ে সন্দেহজনক মনে হলেই তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ প্রায় ঘণ্টা দুয়েক ধরে চলে অভিযান । যে কোনও মোটরবাইকে থাকা যুবকদের সন্দেহ হলেই চলল তল্লাশি। বেআইনিভাবে নম্বর প্লেট ছাড়া গাড়ি নিয়ে ঘুরলেও তাদের আটকে রীতিমতো জিজ্ঞাসাবাদ করল পুলিশ।

সম্প্রতি রায়গঞ্জ শহর এবং সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে বেআইনি অস্ত্র সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পুজোর আগে অভিযান চালানো হল ৷ পুজোর কয়েকদিন প্রয়োজনে দিনরাত অভিযান চালানো হবে বলে জানিয়েছে পুলিশের শীর্ষ আধিকারিকরা ।

এই বিষয়ে রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার বলেন, পুলিশ জেলায় কেউ যাতে বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করতে না পারে তা নিশ্চিত করা হবে ৷ আগামী দিনেও পুলিশ একইভাবে অভিযান চালাবে।

ABOUT THE AUTHOR

...view details