রায়গঞ্জ, 19 অক্টোবর : বেআইনি অস্ত্র উদ্ধার করতে অভিযান চালাল রায়গঞ্জ পুলিশ ৷ রায়গঞ্জ থানার IC সুরাজ থাপার নেতৃত্বে সোমবার বিকেলে বিবিডি মোড়ের রেলগেট সংলগ্ন এলাকায় অভিযান চালায় তারা ৷ বাইক, গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয় ৷
রাস্তার মোড়ে মোড়ে সন্দেহজনক মনে হলেই তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ প্রায় ঘণ্টা দুয়েক ধরে চলে অভিযান । যে কোনও মোটরবাইকে থাকা যুবকদের সন্দেহ হলেই চলল তল্লাশি। বেআইনিভাবে নম্বর প্লেট ছাড়া গাড়ি নিয়ে ঘুরলেও তাদের আটকে রীতিমতো জিজ্ঞাসাবাদ করল পুলিশ।