পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউনে রায়গঞ্জের বৃদ্ধ দম্পতিকে সাহায্য পুলিশের - Raiganj

লকডাউনের জেরে বহু কষ্টে দিন কাটাচ্ছিলেন রায়গঞ্জের বৃদ্ধ দম্পতি । তাঁদের সাহায্য় করতে এগিয়ে এল রায়গঞ্জ পুলিশ জেলা । এক মাসের খাদ্যসামগ্রী ও অন্যান্য জিনিসপত্র পৌঁছে দেওয়া হল তাঁদের কাছে ।

রায়গঞ্জ
রায়গঞ্জ

By

Published : Apr 28, 2020, 4:09 PM IST

রায়গঞ্জ, 28 এপ্রিল : লকডাউনে বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়াল রায়গঞ্জ পুলিশ । পর্যাপ্ত পরিমাণে হরলিক্স, ORS-সহ প্রায় এক মাসের খাদ্যসামগ্রী এই দম্পতির হাতে তুলে দিলেন রায়গঞ্জ থানার IC সুরজ থাপা । ETV ভারতে রায়গঞ্জের দম্পতি জীবন ঘোষ ও আরতী ঘোষের দুর্দশার খবর প্রকাশিত হয়েছিল । সেই খবর পেয়ে রায়গঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান অরন্দিম সরকার ওই দম্পতির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন । গতকাল বিষয়টি নিয়ে ETV ভারতের সাংবাদিকের কাছে জীবনবাবুর খোঁজ নেন রায়গঞ্জ পুলিশ জেলা সুপার সুমিত কুমার । এরপরই তাঁর নির্দেশে গতরাতে রায়গঞ্জ থানার IC নিজে গিয়ে খাদ্যসামগ্রী ও অন্যান্য জিনিস জীবনবাবুর হাতে তুলে দেন ।

রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকার 75 বছরের জীবন ঘোষ লকডাউনের আগেই হঠাৎ পঙ্গু হয়ে যান । তাঁর স্ত্রী দু'বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়ছেন । এই অবস্থায় তাঁরা কোনও বার্ধক্যভাতা বা অন্য কোনও ভাতা পাননি । মেলেনি কোনও ধরনের সাহায্য । এই পরিস্থিতিতে জনপ্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনের কাছে সাহায্যের আর্জি জানিয়েছিলেন জীবনবাবু । এরপরই অরিন্দম সরকার-সহ আরও বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের মানুষ জীবনবাবুকে সাহায্য করতে এগিয়ে আসেন । এবার এই দম্পতিকে সাহায্যের জন্য এগিয়ে এল পুলিশও ।

এই বিষয়ে রায়গঞ্জ পুলিশ জেলা সুপার সুমিত কুমার বলেন, "আমরা সব সময় দুস্থ, গরিব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি । ETV ভারতের সাংবাদিকের থেকে তাঁদের খবর পেয়ে তাঁদের প্রায় একমাসের খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি । এরকম আরও কোনও অত্যন্ত দুস্থ মানুষ থাকলে তাদেরও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে ।"

ABOUT THE AUTHOR

...view details