পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Night Curfew : রায়গঞ্জে নাইট কার্ফুতে পুলিশি হানায় আটক মাস্কহীনরা

করোনা সংক্রমণ পরিস্থিতি আগের থেকে সামান্য উন্নতি হলেও ডেল্টা ভ্যারিয়্যান্ট-সহ আরও নানা ভ্যারিয়্যান্টের সংক্রমণের খবর আসছে প্রায় রোজই ৷ রাজ্যজুড়ে জারি হয়েছে নাইট কার্ফু ৷ এবার রাতে নাইট কার্ফুর তদারকিতে পথে নামল রায়গঞ্জ থানার পুলিশ ৷

আটক করেছে পুলিশ
আটক করেছে পুলিশ

By

Published : Jul 30, 2021, 3:20 PM IST

রায়গঞ্জ, 30 জুলাই : রাজ্যে করোনা সংক্রমণ কিছুটা কমেছে, কিন্তু এখনও চোখ রাঙাচ্ছে ডেল্টা (Delta variant) ও ইউকে ভ্যারিয়্যান্ট (UK variant) ৷ ইতিমধ্যে উত্তরবঙ্গে এই ভ্যারিয়্যান্টে আক্রান্ত হয়েছেন বেশ কিছু মানুষ । এই পরিস্থিতিতে রাজ্যজুড়ে কড়া বিধিনিষেধের মেয়াদ 15 অগস্ট পর্যন্ত বাড়িয়েছে রাজ্য সরকার, যা কার্যত লকডাউনের সামিল ।

এর পরে রায়গঞ্জে নাইট কার্ফু (Night Curfew) লাগু করতে পথে নামল পুলিশ । রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত জারি থাকছে এই কার্ফু । নাগরিকদের সচেতন করতে বুধবার রাত থেকে প্রচারে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ (Raiganj Police Station) । এই সময় যারা বিনা কারণে মাস্ক ছাড়া বেরিয়েছেন, তাঁদের আটকে পরে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় । পাশাপাশি যারা সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাঁদের সাইকেলের টায়ারের হাওয়া বের করে দেয় পুলিশ ।

আরও পড়ুন : করোনাবিধি ভেঙে ভবানীপুরে খোলা দুই হুক্কাবার, পুলিশি অভিযানে ধৃত 10

আইসি সুরজ থাপার নেতৃত্বে পুলিশ কর্মীরা মাইকিংয়ের মাধ্যমে কড়া বিধিনিষেধ সংক্রান্ত প্রচার চালান । নাইট কার্ফুর নিয়ম না মানলে কড়া ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে পুলিশ প্রশাসন । নাইট কার্ফুতে স্বাস্থ্য, আইন-শৃঙ্খলা, প্রয়োজনীয় পণ্যসামগ্রী, জরুরি পরিষেবার বাইরে কাউকে ঘরের বাইরে বেরতে নিষেধ করা হয়েছে । নিয়ম না মানলে বিপর্যয় মোকাবিলা আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে ৷

ABOUT THE AUTHOR

...view details