রায়গঞ্জ, 18 নভেম্বর : রায়গঞ্জ শহরে কোনও পার্কিং জ়োন নেই । তাই সমস্যায় পড়েছেন রাস্তার পাশের দোকানদার থেকে শুরু করে সাধারণ মানুষ । ইতিমধ্যেই শহরের একাধিক স্থানে পার্কিং জ়োন তৈরির দাবি জনিয়েছে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন । রায়গঞ্জ পৌরসভায় তারা আবেদনও জানিয়েছে ।
রায়গঞ্জ শহরের রাস্তাঘাট খুব বেশি চওড়া নয় । দু'চাকা কিংবা চার চাকার গাড়ি রাস্তার পাশে দাঁড় করিয়ে দোকানে কেনাকাটা করতে হয় । আর তার জেরে পুলিশ প্রশাসন ও ব্যবসায়ীদের রোষের মুখে পড়তে হয় খদ্দেরকে । এর সঙ্গে চরম বিপাকে পড়তে হয় পথচলতিদের । গাড়িচালকদের দাবি শহরে পার্কিং জ়োন না থাকায় বাধ্য হয়ে রাস্তার ধারে গাড়ি পার্কিং করতে হয় ।