রায়গঞ্জ, 11 মে : "সকলে মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজ়ার ব্যবহার করে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা সংক্রমণের হাত থেকে নিজেকে বাঁচান ও অপরকেও বাঁচিয়ে তুলুন ৷ " মঙ্গলবার এভাবেই রায়গঞ্জ শহরের স্টেশন সংলগ্ন বাজারে এবং পথে-ঘাটে সচেতনতার বার্তা প্রচার করল তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পৌরসভা । এদিন সকালে সচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি এলাকাবাসীদের মাস্ক বিলি করল রায়গঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ । পৌরসভার সচেতনতামূলক এই কর্মসূচিতে অংশ নেন রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, কাউন্সিলর অনিরুদ্ধ সাহা, কল্পিতা মজুমদার সহ অন্যান্য কাউন্সিলর । চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস নিজে মাইকিংয়ের মাধ্যমে রাস্তায় ও বাজারে গিয়ে ক্রেতা-বিক্রেতা উভয়কেই সচেতনতার বার্তা দেন ।
বাজারে ও রাস্তায় সচেতনতার প্রচার রায়গঞ্জ পৌরসভার - সচেতনতার বার্তা প্রচার রায়গঞ্জ পৌরসভার
আজ সকাল থেকে সচেতনতার বার্তা দিতে বাজারে পৌঁছে যান কাউন্সিলররা ৷ সাধারণ মানুষ থেকে শুরু করে বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের সংক্রমণ সম্পর্কে সচেতন করার উদ্যোগ নিয়েছে রায়গঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ । রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস নিজে মাইকিংয়ের মাধ্যমে রাস্তায় রাস্তায় ও বাজারে বাজারে প্রবেশ করে ক্রেতা-বিক্রেতা উভয়কেই সচেতনতার বার্তা দেন । পাশাপাশি বিলি করা হয় মাস্কও ।
আরও পড়ুন,ভারতের বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতি "দুশ্চিন্তাজনক", জানালেন হু-র বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন
সেকারণেই আজ সকাল থেকে সচেতনতার বার্তা দিতে বাজারে পৌঁছে যান কাউন্সিলররা ৷ সাধারণ মানুষ থেকে শুরু করে বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের সংক্রমণ সম্পর্কে সচেতন করার উদ্যোগ নিয়েছে রায়গঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ । রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস নিজে মাইকিংয়ের মাধ্যমে রাস্তায় রাস্তায় ও বাজারে বাজারে প্রবেশ করে ক্রেতা-বিক্রেতা উভয়কেই সচেতনতার বার্তা দেন । পাশাপাশি বিলি করা হয় মাস্কও ।