রায়গঞ্জ, 19 মে :ক্রমশই করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে উত্তর দিনাজপুর জেলার সদর শহর রায়গঞ্জে ৷ সংক্রমণে রাশ টানতে রাজ্য়জুড়ে কার্যত লকডাউন কার্যকর করেছে সরকার ৷ যার জেরে কার্যত ঘরবন্দি উত্তরবঙ্গের এই শহর ৷ এরই পাশাপাশি শহরে করোনার সংক্রমণ প্রতিরোধে এগিয়ে এল রায়গঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ ৷ কোভিড-19 ভাইরাসের প্রকোপ ঠেকাতে স্য়ানিটাইজ়ড করা হল শহরের রাস্তা-ঘাট ৷ এই কাজে লাগানো হল পৌরসভার সাফাই কর্মীদের ৷ রায়গঞ্জ পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ৷
অতিমারি করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে সারা দেশে ৷ যার রেশ এসে পড়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও ৷ শহরেও ক্রমশ জটিল হচ্ছে করোনা পরিস্থিতি ৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্য়া ৷