রায়গঞ্জ, 9 মে : ‘‘সকলে মাস্ক ব্যবহার করুন ৷ স্যানিটাইজার ব্যাবহার করুন ৷ শারীরিক দূরত্ব বজায় রাখুন ৷ করোনা সংক্রমণের হাত থেকে নিজেকে বাঁচান ৷ একইসঙ্গে অন্যকেও বাঁচান ৷’’ রবিবার রবীন্দ্র জয়ন্তীতে এভাবেই রায়গঞ্জ শহরের বাজার ঘুরে এবং রাজপথে সচেতনতার বার্তা প্রচার করল তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পৌরসভা ৷
এদিন সকালে রায়গঞ্জের ঘড়ি মোড়ে কবিগুরুর মূর্তিতে মাল্যদান করেই অতিমারি করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে নাগরিকদের সচেতন থাকার বার্তা দেওয়ার পাশাপাশি মাস্ক বিলি করল রায়গঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ ৷
পৌরসভার সচেতনতামূলক এই কর্মসূচিতে অংশ নেন চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, চেয়ারম্যান ইন কাউন্সিল ভোলা পাল-সহ অন্য কাউন্সিলররা ৷ চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস নিজেই মাইকিংয়ের মাধ্যমে রাস্তায়, বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সচেতনতার বার্তা দেন।
ভয়াবহ অতিমারি করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে সারা রাজ্যে ৷ ব্য়তিক্রম নয় উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরও ৷ গত 24 ঘণ্টায় শুধুমাত্র রায়গঞ্জ শহরের পৌর এলাকাতেই আক্রান্ত হয়েছেন 69 জন ৷ মৃত্যু হয়েছে চারজনের ৷ প্রায় প্রতিদিনই এমন সংখ্যক মানুষের আক্রান্ত হওয়ার এবং মৃত্যুর ঘটনা ঘটে চলেছে করোনা সংক্রমণে ৷