রায়গঞ্জ, 8 মে : " রায়গঞ্জবাসীর আশীর্বাদধন্য হয়ে বিধানসভায় প্রথম বিধায়ক হিসেবে প্রবেশ করতে পেরেছি । রায়গঞ্জের মানুষের পাশে থাকার অঙ্গীকার করে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ৷" শুক্রবার সন্ধ্যায় রাজ্য বিধানসভা ভবনে বিধায়ক হিসেবে শপথ নিয়ে এমন কথাই জানালেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী ।
রাজ্যের অন্যান্য বিধায়কের মতো শুক্রবার বিধানসভা ভবনে শপথ গ্রহণ করেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী। এই প্রথম সংসদীয় গণতন্ত্রে প্রবেশ করেই রায়গঞ্জের মানুষের বিপুল সমর্থনে 2021 বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী । তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের কানাইয়ালাল আগরওয়ালকে 20 হাজার 748 ভোটে পরাজিত করে জয়লাভ করেছেন ।