পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

North Bengal Strike: বিজেপির ডাকা বনধের বিরোধিতায় পথে নামতে প্রস্তুত তৃণমূল - রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী

বিজেপির ডাকা বনধ হবে না বলে সাফ জানালেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী।

North Bengal Strike
বনধের বিরোধিতায় পথে নামতে প্রস্তুত তৃণমূল

By

Published : Apr 27, 2023, 11:01 PM IST

বনধের বিরোধিতায় পথে নামতে প্রস্তুত তৃণমূল

রায়গঞ্জ, 27 এপ্রিল:কালিয়াগঞ্জে নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনায় রীতিমতো তোলপাড় বঙ্গ রাজনীতি। একইসঙ্গে বৃহস্পতিবার কালিয়াগঞ্জের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদগা এলাকায় মৃত্যুঞ্জয় বর্মন (33) নামক এক যুবকের মৃত্যু হয়। জানা গিয়েছে, ওই যুবক স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্যের আত্মীয়। এই ঘটনায় ফের তপ্ত রাজনৈতিক মহল। তাই রায়গঞ্জের দার্জিলিং মোড়ে বৃহস্পতিবার ধরনায় বসে বিজেপি। এদিনের ধরনা মঞ্চ থেকে বনধের ডাক দিয়েছেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। আর সেই বনধের বিরোধিতা করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বিধায়কের অভিযোগ, 15 জন লোক নিয়ে দেবশ্রী চৌধুরী ধরনায় বসেছিলেন। শুধু উত্তরবঙ্গ নয়, রায়গঞ্জের মানুষ দেবশ্রী চৌধুরীকে সমর্থন করে না। রাজ্য সরকার বনধের বিরুদ্ধে ৷ তাই বনধ হবে না বলে সাফ জানিয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী।

উল্লেখ্য, কালিয়াগঞ্জের কিশোরী খুনের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কালিয়াগঞ্জ থানায় যে ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল এই ঘটনায় প্রত্যক্ষ যুক্ত থাকার অভিযোগ ওঠে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মনের বিরুদ্ধে ৷ তাঁকে গ্রেফতার করতে গতকাল গভীর রাতে বিষ্ণু বর্মনের বাড়ি গিয়েছিল কালিয়াগঞ্জ থানার পুলিশ ৷ বিষ্ণু বর্মন বাড়িতে না-থাকায় সুব্রত বর্মন ও তাঁর বাবাকে পুলিশ নিয়ে যেতে গেলে এলাকার মানুষেরা পাশাপাশি বিষ্ণু বর্মনের কাকাতো ভাই মৃত্যুঞ্জয় বর্মনও পুলিশদের বাধা দেয় ৷

তখনই পুলিশের গুলিতে মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপরেই বৃহস্পতিবার বিজেপি কর্মীকে গুলি করে হত্যা করার প্রতিবাদে রায়গঞ্জ শিলিগুড়ি মোড়ে ধরনায় বসেন রায়গঞ্জ সাংসদ দেবশ্রী চৌধুরী। এই ধরনামঞ্চ থেকে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী উত্তরবঙ্গ 12 ঘণ্টা বনধের ডাক দেন তিনি। এই বনধের বিরুদ্ধে সরব হন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তিনি জানিয়েছেন, 15 জন লোক নিয়ে দেবশ্রী চৌধুরী ধরনায় বসেছিলেন। উত্তরবঙ্গ কেন রায়গঞ্জের মানুষ তাঁকে সমর্থন করে না। রাজ্য সরকার এই বনধের বিরুদ্ধে ৷ তাই বনধ হবে না বলে সাফ জানিয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী।

আরও পড়ুন:বিজেপি কর্মীকে খুনের অভিযোগে উত্তপ্ত কালিয়াগঞ্জে জারি 144 ধারা, বন্ধ ইন্টারনেট

ABOUT THE AUTHOR

...view details