রায়গঞ্জ, 12 সেপ্টেম্বর : রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর সঙ্গে বিজেপি নেতৃত্বের ফাটল ক্রমশই চওড়া হচ্ছে । এবার রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে প্রচারে নামলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। মালদার হবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মুকে পাশে বসিয়ে সাংসদের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের কাছে জানতে চান তিনি। এমনই ঘটনার সাক্ষী থাকল রায়গঞ্জ ব্লকের মধুপুরের বাসিন্দারা।
বেশ কিছুদিনধরেই কৃষ্ণ কল্যাণী উত্তর দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্ব এবং সাংসদের বিরুদ্ধে বিষোদগার করছিলেন। বিজেপি জেলা কমিটি তাঁকে গুরুত্ব না দেওয়ায় জেলার কর্মসূচি থেকে সরে দাঁড়াবার কথা ঘোষণা করেন তিনি। বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার এবং রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নালিশ করেছেন কৃষ্ণ কল্যাণী। এই বিবাদের মাঝেই শনিবার কৃষ্ণ কল্যাণীর জনকল্যাণমূলক পরিষেবা গ্রামে গ্রামে রুটি-সবজি বিতরণ দেখতে আসেন মালদা জেলার হবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মু । হবিবপুরের বিধায়ককে মধুপুরে নিয়ে যান তিনি। হবিবপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মুকে পাশে বসিয়ে সাংসদ দেবশ্রী চৌধুরীকে এলাকায় দেখতে পান কিনা গ্রামবাসীদের কাছে জানতে চান। গ্রামবাসীরা চিৎকার করে জানান, ভোটে জয়লাভে পর আর তারা সাংসদ দেবশ্রী চৌধুরীকে এলাকায় দেখতে পায়নি।