আয়কর তল্লাশি নিয়ে বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ বিধায়ক কৃষ্ণ কল্য়াণীর রায়গঞ্জ, 3 মে: প্রায় 30 ঘণ্টা ধরে আয়কর দফতরের তল্লাশি অভিযান চলে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়ি, অফিস ও বেশ কয়েকটি জায়গায় ৷ বৃহস্পতিবার দুপুরে সেই তল্লাশি শেষ হয়ে যাওয়ার পর আবার জনসমক্ষে আসেন তিনি ৷ বাইরে এসেই তোপ দাগেন বিজেপির বিরুদ্ধে ৷ বলেন, ‘‘বিজেপিতে আমার অবস্থান নেই বর্তমানে । এর জন্য আমার বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করছে ।’’ একই সঙ্গে তাঁর দাবি, ‘‘আমাকে বেকায়দায় ফেলার জন্য তারা যতই গর্ত খুঁড়ুক, অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্শীবাদ রয়েছে আমার উপর ।’’
2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী ৷ পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন ৷ যদিও বিধানসভার অন্দরে তিনি খাতায় কলমে বিজেপি বিধায়ক ৷ তাই বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদেও রয়েছেন ৷ ফলে বুধবার তাঁর বাড়িতে আয়কর দফতরের হানার খবর মিলতেই হইচই পড়ে যায় রাজ্য রাজনীতিতে ৷
অনুগামীদের সঙ্গে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী শুধু তাঁর বাড়ি নয়, অফিস, ফ্যাক্টরি-সহ সবক’টি ব্যবসায়িক প্রতিষ্ঠানে আয়কর বিভাগ হানা দেয় । প্রায় মাঝরাত পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করে আয়কর দফতরের প্রতিনিধি দল । এদিন ভোর পৌনে 5টা নাগাদ কৃষ্ণ কল্যাণীকে নিয়ে আয়কর বিভাগের আধিকারিকরা তাঁর বাড়ি থেকে শহরের শিলিগুড়ি মোড়ে তাঁর কর্পোরেট অফিসে যায় ।
এ দিন ভোর 5টা থেকে সেই অফিসে আয়কর দফতরের আধিকারিকরা তল্লাশি করে । গোটা অফিস ও তার আশপাশের এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয় । সকাল 10টা নাগাদ সেখানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয় । পাল্লা দিয়ে এলাকায় বিধায়কের অনুগামীদের ভিড় বাড়তে থাকে । দুপুর আড়াইটে নাগাদ কৃষ্ণ কল্যাণী তাঁর কর্পোরেট অফিস থেকে বেরিয়ে আসেন । এরপর অপেক্ষা করে থাকা অনুগামীদের অভিনন্দন গ্রহণ করে তাঁদের নিয়ে মিছিল করে বাড়িতে ফেরেন বিধায়ক ।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "রায়গঞ্জের বিধায়ক থাকার পাশাপাশি আমি একজন ব্যবসায়ী । কয়েকটা কোম্পানির ডিরেক্টর পদে রয়েছি আমি । আয়কর বিভাগ আমার কাছে তল্লাশি করতে এসেছিল একজন ব্যবসায়ী হিসেবে, বিধায়ক হিসেবে নয় । তাদের যা কাজ, সেটা তারা করেছে । আমি তাদের উত্তর দিয়েছি ।’’ তবে এই ঘটনায় সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি ৷ তাঁর আশা, আগামিদিনেই মানুষের এই ভালোবাসা তিনি পাবেন ৷
অনুগামীদের সঙ্গে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী অন্যদিকে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ‘‘আয়কর বিভাগের বিরুদ্ধে আমার কোনও অভিযোগ নেই । যারা প্রতিহিংসার রাজনীতি করছে, আমার অভিযোগ তাদের বিরুদ্ধে । এই তল্লাশি অভিযান আয়কর বিভাগের । এর সঙ্গে ইডির কোনও যোগাযোগ নেই । আয়কর দফতরের আধিকারিকরা কিছু নথিতে আমাকে সাক্ষর করিয়ে তাঁদের সঙ্গে নিয়ে গিয়েছেন । তাদের যা জিজ্ঞাস্য থাকবে আমি তার জবাব দেব ।’’ আয়কর দফতর এই তল্লাশি অভিযানে তাঁর হিসেব বহির্ভূত কোনও সম্পত্তি পায়নি বলেও দাবি করেছেন রায়গঞ্জের বিধায়ক ৷
আরও পড়ুন:প্রায় সাড়ে 13 ঘণ্টা পার, বিধায়কের বাড়িতে ইডি-আয়কর বিভাগের তল্লাশি অব্যাহত