পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রায়গঞ্জে দুস্থ পরিবারগুলিকে খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য কংগ্রেস বিধায়কের

লকডাউনের ফলে কাজ বন্ধ ৷ জমানো টাকাও প্রায় শেষ ৷ ফলে সমস্যায় পড়েছেন দরিদ্র পরিবারগুলি ৷ রায়গঞ্জের সেই পরিবারগুলির পাশে দাঁড়ালেন কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত ৷

By

Published : Apr 16, 2020, 6:33 PM IST

Raiganj
রাসগঞ্জ

রায়গঞ্জ, 16 এপ্রিল : কোরোনা সংক্রমণ রোধে দেশজুড়ে লকডাউন চলছে । ফলে সমস্যায় পড়ছেন অনেকেই । আজ তাঁদের দিকেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত ৷

লকডাউনের জেরে কাজ বন্ধ । জমানো টাকাও প্রায় শেষ । ফলে সমস্যায় পড়েছেন অনেকেই ৷ তাঁদের জন্য ইতিমধ্যেই সরকার থেকে বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়া হচ্ছে ৷ কিন্তু তাতে কত দিনই আর চলবে । তা ছাড়া ওই খাদ্যসামগ্রী ঠিক মতো পৌঁছাচ্ছে না বলেও অভিযোগ। এই অবস্থায় দুস্থদের সাহায্যে এগিয়ে আসছেন অনেকেই । এবার ব্যক্তিগত উদ্যোগেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত ।

তিনি এর আগে জানিয়েছিলেন , রায়গঞ্জ বিধানসভা এলাকার পাঁচটি গ্রাম পঞ্চায়েতের 15 হাজার দুস্থদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হবে । সেই পরিপ্রেক্ষিতে আজ থেকে শুরু হল খাদ্যসামগ্রী বিলি করার কাজ । রায়গঞ্জ ব্লকের 9 নম্বর গৌরি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 3 হাজার দুস্থ ও গরিব পরিবারের হাতে চাল , আলু , সোয়াবিন ও সাবান তুলে দিলেন । আজ সেখানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দ , ব্লক কংগ্রেস সভাপতি লিয়াকত আলি , জেলা মহিলা কংগ্রেস সভাপতি নার্গিস খাতুন , জেলা যুব কংগ্রেস সভাপতি তুষারকান্তি গুহ সহ অন্য কংগ্রেস কর্মীরা ।

ABOUT THE AUTHOR

...view details