রায়গঞ্জ, 2 অগস্ট:ফের অমানবিক ঘটনার ছবি ধরা পরল রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । বুধবার হাসপাতালের করিডরে অজ্ঞাত পরিচয় এক ভবঘুরে মহিলার মৃতদেহ পড়ে রইল দীর্ঘক্ষণ । যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরজুড়ে । এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন ।
সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ঘটনাস্থলে যাওয়ার পরেই নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ । মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় । বুধবার রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের করিডরে এক ভবঘুরে মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখেন রোগীর আত্মীয় পরিজনেরা। যদিও ওই করিডর দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে ডাক্তার ও নার্স-সহ হাসপাতালের কর্মীরা। তবু তারা বিষয়টিকে গুরুত্ব দেননি বলে জানা গিয়েছে ।
পরবর্তীকালে খবর পেয়ে ঘটনাস্থলে সংবাদমাধ্যমের কর্মীরা পৌঁছতেই হাসপাতাল কর্তৃপক্ষের হুঁশ ফেরে । তড়িঘড়ি সেই মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয় । হাসপাতালে উপস্থিত রোগীর আত্মীয় পরিজনদের একাংশের বক্তব্য, হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে কোনও পদক্ষেপ নেয়নি । পরে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।