পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kali Puja 2022: বেদী উচ্ছেদ করে রাস্তা তৈরিতে খারাপ হয়েছে জেসিবি, অসুস্থ হয়েছে শ্রমিক; এমনই মহিমা রণকালীর - কালীপুজো 2022

রায়গঞ্জের বারোদুয়ারি এলাকার মধুপুর গ্রামের উপর দিয়ে গিয়েছে 34 নম্বর জাতীয় সড়কের ফোরলেন বাইপাস ৷ সেই বাইপাসের একটি লেন থমকে গিয়েছে মধুপুরের জঙ্গলঘেরা এক বেদীতে ৷ 300 বছর ধরে সেই বেদীতেই অধিষ্ঠান দেবী রণকালীর(Kali Puja 2022)৷ আলাদা করে কোনও মূর্তি নেই ৷ বেদীতেই পূজিত হন রণকালী ৷ এখানকার দেবী মাহাত্ম্য শুনলে আজও গায়ে কাঁটা দেয় ৷

Etv Bharat
রায়গঞ্জের রণকালী মায়ের বেদী

By

Published : Oct 19, 2022, 8:35 PM IST

রায়গঞ্জ, 19 অক্টোবর:মূর্তি নেই, নেই মন্দিরও ৷ কিন্তু তাতে কী, মা তো আছেন ৷300 বছর ধরে আজও তাঁর মাহাত্ম্যের জন্য ভক্তরা আসেন বহু দূর-দূরান্ত থেকে(Raiganj Madhupur Ran Kali Puja)৷ মূর্তি ও মন্দির ছাড়াই মা রণকালী পূজিতা হন ৷ একটি বেদী রয়েছে তাঁর ৷ আর তাতেই পুজো নেন তিনি ৷

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের বারোদুয়ারী এলাকার মধুপুর গ্রাম(Raiganj Kali Puja)৷ এই গ্রামের উপর দিয়েই গিয়েছে 34 নম্বর জাতীয় সড়কের ফোরলেন বাইপাস । কিন্তু সেই বাইপাসের একটি লেন মধুপুরের জঙ্গলঘেরা কালীমাতার বেদীতে গিয়েই থমকে গিয়েছে । বেদী জুড়ে প্রায় 100 মিটার এলাকায় রাস্তা নির্মাণ করা যায়নি ৷

শোনা যায়, চেষ্টা করেও জাতীয় সড়ক কর্তৃপক্ষ বা নির্মাণকারী সংস্থার শ্রমিকরা এক কোদাল মাটিও কাটতে পারেনি ৷ যারাই গিয়েছে সেখানে কাজ করতে তারাই গুরুতর অসুস্থ হয়ে পড়েছে । ভেঙে গিয়েছে জেসিবি-সহ বা অন্যান্য যন্ত্রাংশ । দুর্ঘটনার কবলে পড়েছেন ঠিকাদারি সংস্থার কর্মী বা হাইওয়ে অথরিটির কর্তারাও । এমনকি বেদীর উপরের একটি গাছ কাটতে যাওয়ায় গ্রামেরই এক ছেলে পঙ্গু হয়ে পড়ে রয়েছে আজও ৷

রায়গঞ্জের রণকালী মায়ের কাহিনী

কারণ একটাই ৷ ওখানে রয়েছে প্রায় 300 বছরের প্রাচীন জাগ্রতা দেবী রণকালীর বেদী । গ্রামের বাসিন্দা হরিহর বর্মন জানান, খুবই জাগ্রতা এই দেবী । বহু দূরদূরান্ত থেকে ভক্তরা আসেন তাঁদের মনোবাঞ্ছা নিয়ে এবং তা পূরণও হয় । এখানে দেবী কোনও আচ্ছাদন বা মন্দিরে থাকেন না । জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য ফোরলেন গিয়েছে এই এলাকা দিয়ে কিন্তু জঙ্গলাকীর্ণ এই রণকালীর বেদী কেউই সরাতে পারেনি । যে এই কাজ করতে এসেছে তারই ক্ষতি হয়েছে । এমনই জাগ্রতা দেবী ৷ প্রতি বছর দীপাবলিতে গ্রামের লোকজনই চাঁদা দিয়ে রণকালীর পুজো করেন । এই বেদীতেই পুজো হয় ৷"

আরও পড়ুন :প্রতিমা নির্মাণ থেকে নিরঞ্জন, সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের মধ্যে সম্পন্ন হয় রায়গঞ্জের কালীপুজোয়

ABOUT THE AUTHOR

...view details