রায়গঞ্জ, 31 মে: পেশায় তিনি শিক্ষক ৷ এখন যদিও অবসর নিয়েছেন ৷ তবে নেশা তাঁর ইতিহাস অনুসন্ধান ৷ অর্থাৎ, পুরনো দিনের কয়েন বা মুদ্রা সংগ্রহ ৷ দীর্ঘ 26 বছর ধরে এই কাজ করছেন রায়গঞ্জের কর্ণজোড়ার বোগ্রামের বাসিন্দা বৃন্দাবন ঘোষ । তাঁর সংগ্রহে ইতিমধ্যে রয়েছে কুষাণ যুগ থেকে সুলতানি আমলের রুপো ও তামার মদ্রা ৷ এসব মুদ্রাগুলির কোনওটার বয়স প্রায় 2 হাজার বছর, তো আবার কোনওটা প্রায় 800 বছর বা তার পুরনো ।
ইতিহাসের সন্ধানে দীর্ঘদিন ধরে ক্লান্তিহীন পরিশ্রম করে যাচ্ছেন রায়গঞ্জের বিশিষ্ট ইতিহাসবিদ তথা বৃন্দাবন ঘোষ । তাঁর পৈতৃক বাড়ি বীরভূম জেলাতে । তিনি একজন কৃষক ঘরের ছেলে । চাকরি পাওয়ার আগে তিনি পৈতৃক জমিতে চাষাবাদ করতেন । 1989 সালে রায়গঞ্জের কর্ণজোড়া হাই স্কুলে কর্মশিক্ষা বিষয়ের শিক্ষক হিসেবে যোগ দেন তিনি । বর্তমানে কর্মসূত্রে তিনি এখন রায়গঞ্জেরই বাসিন্দা । 2018 সালে চাকরি থেকে তিনি অবসর গ্রহণ করেন ।
1997 সালে রায়গঞ্জের কর্ণজোড়া এলাকায় মাটি খুঁড়তে গিয়ে বেশ কিছু ঐতিহাসিক নিদর্শন খুঁজে পান বৃন্দাবন । তখন থেকেই তাঁর ইতিহাস খোঁজার যাত্রা শুরু । উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক পুরোনোর যুগের রুপো ও তামার মুদ্রা সংগ্রহ করতে থাকেন তিনি । বর্তমানে রায়গঞ্জের বোগ্রাম এলাকায় তাঁর বাড়ি যেন ইতিহাসের সংগ্রহশালায় পরিণত হয়েছে । বিভিন্ন সময়ের নানান নিদর্শন স্থান পেয়েছে তাঁর এই সংগ্রহশালায় ।