রায়গঞ্জ, 25 নভেম্বর: দেখতে সরু, তুলোর মতো সাদা ও নরম ৷ সুগন্ধিতে এই চালের জুড়ি মেলা ভার ৷ নাম তার তুলাইপাঞ্জি (Tulaipanji Rice) ৷ এর সুবাসের কারণে এই চাল বড়ই পছন্দ রাজ্যের পাশাপাশি দেশ-বিদেশের মানুষের । তুলাইপাঞ্জি ধান চাষের শুরুটা হয়েছিল রায়গঞ্জ ব্লকের শেরপুর গ্রামপঞ্চায়েতের বন্যাগ্রা গ্রামে ৷ তবে এখন সমস্যায় সেখানকারই তুলাইপাঞ্জি ধান চাষিরা ৷
কৃষকদের অভিযোগ, বাজারে যে সব তুলাইপাঞ্জি চাল প্যাকেটে বিক্রি হচ্ছে তার সঙ্গে অন্য চাল মিশিয়ে কম দামে বিক্রি করা হচ্ছে ৷ যার কারণেই মূলত তাঁরা সঠিক দাম পাচ্ছেন না তাঁদের ফলানো ফসলের । সবমিলিয়ে এখন চরম সংকটে তুলাইপাঞ্জি ধান চাষিরা ৷ অসহায় অবস্থায় দিন কাটাতে হচ্ছে তাঁদের (Farmers worried for not getting enough price) ।
উত্তর দিনাজপুর জেলার গর্ব তুলাইপাঞ্জি ধান । মূলত রায়গঞ্জ ব্লকের বিন্দোল গ্রামপঞ্চায়েত এলাকার জমিতে এই ধান চাষ হলেও বর্তমানে রাজ্য সরকারের উদ্যোগে আশপাশের ব্লকগুলিতেও এই ধান চাষ হচ্ছে । স্বাদে-গন্ধে অতুলনীয় এই চালের সুনাম ছড়িয়ে পড়েছে রাজ্যের গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্তে । এমনকী লন্ডন অলিম্পিকের হেঁশেলেও পৌঁছে গিয়েছিল এই চাল । রায়গঞ্জ ব্লকের শেরপুর গ্রাম পঞ্চায়েতের বন্যাগ্রা গ্রামের বাসিন্দাদের একমাত্র রুজিরুটি ব্যবস্থা করেছে এই তুলাইপাঞ্জি চাল । এক সময় এই চাল প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধি-সহ অন্যান্য সরকারি আধিকারিকরাও নিয়ে গিয়েছিলেন ।