রায়গঞ্জ, 12 মে: রেশনে দেওয়া আটা রাস্তায় ফেলে বিক্ষোভ দেখাল জেলা BJP। অভিযোগ, রেশনে যে আটা দেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রেই তা খাওয়ার অযোগ্য।ওই আটায় প্লাস্টিক মেশানো রয়েছে বলেও আজ দাবি করা হয় আজ। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলা BJP কর্যালয়ের সামনের রাস্তায় রেশনের আটা ফেলে বিক্ষোভ দেখালেন BJP-র কর্মী সমর্থকেরা। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা BJP সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি সহ অন্যান্য নেতা কর্মীরা।
কোরোনার কারণে চলছে লকডাউন। লকডাউনে কাজ হারিয়ে অসহায় অবস্থায় গৃহবন্দী অসংখ্য মানুষ। তাঁদের কথা ভেবেই রাজ্য সরকার রেশনে বিনামূল্যে খাদ্য সামগ্রী বণ্টন শুরু করছে। সেই খাদ্য সামগ্রীর মধ্যে যেমন চাল রয়েছে, তেমনই দেওয়া হচ্ছে আটাও। যা সংগ্রহ করছেন গোটা রাজ্যের দুস্থ গ্রাহকরা।
আজ জেলা BJP অভিযোগ করে, রেশনের সেই আটা খাওয়ার অযোগ্য। মানুষ সেই আটা নিয়ে বাড়িতে ফির গিয়ে দেখছে, তাতে প্লাস্টিক মেশানো রয়েছে। এই ঘটনায় জেলা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলেও দাবি করে BJP নেতৃত্ব। সেই কারণেই BJP সভাপতি বিশ্বজিৎ লাহিড়ির নেতৃত্বে রাস্তায় আটা ফেলে বিক্ষোভ দেখানো হল আজ, বলেন BJP-র নেতা কর্মীরা। মঙ্গলবার জেলা BJP কর্মীরা রাজ্যের মুখ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রীকে ধিক্কার জানান। যে মিল থেকে এই আটা আসছে সেই মিলের মালিকের শাস্তির দাবি করা হয়।
উত্তর দিনাজপুরে রাস্তায় আটা ফেলে বিক্ষোভ BJP-র। এই প্রসঙ্গে জেলা BJP সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি বলেন, ''প্লাস্টিক যুক্ত রেশনের আটা খাওয়ানো হচ্ছে মানুষকে। এই আটা খেলে মানুষ অসুস্থ হয়ে মারা যাবে। কী করে এই আটা রেশনের মাধ্যমে দেওয়া হয় কে জানে! যে মিল থেকে এই আটা আসছে অবিলম্বে সেই মিল সিল করে মিলের মালিককে গ্রেপ্তার করা হোক। তাঁর উপযুক্ত শাস্তির ব্যবস্থা হোক।''
এদিকে, যোগাযোগ করা হলেও এই বিষয়ে এখনও অবধি জেলা খাদ্য দপ্তরের কর্তাদের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।