রায়গঞ্জ, 13 মে : শুক্রবার ঈদ ৷ সেই উপলক্ষে দুস্থ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করলেন রায়গঞ্জের নবনির্বাচিত বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী ৷ রায়গঞ্জ বিধানসভার অন্তর্গত গৌরী গ্রামপঞ্চায়েত এলাকায় দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে নতুন বস্ত্র বিতরণ করলেন তিনি ৷ ঈদের আগে নতুন বস্ত্র হাতে পেয়ে খুবই খুশি এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ৷
ক’দিন আগেই রাজ্য বিধানসভায় শপথ গ্রহণ করেছেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী ৷ এরপরই রায়গঞ্জে এসে সমাজসেবামূলক কাজ শুরু করেছেন তিনি ৷ রাজনীতিতে আসার অনেক আগে থেকেই দুস্থ, পীড়িতদের সাহায্যার্থে একাধিক কর্মসূচি নিয়েছিলেন রায়গঞ্জের শিল্পপতি কৃষ্ণ কল্যাণী ৷
গতবছর লকডাউনে হাজার হাজার দুস্থ, পীড়িত মানুষের মুখে তুলে দিয়েছিলেন খাবার ৷ করোনা মোকাবিলায় জেলা প্রশাসনের হাতে তুলে দিয়েছেন 25 লাখ টাকা ৷ এবার রাজনীতির ময়দানে নেমে বিধানসভা নির্বাচনে জয়লাভ করে বিজেপি দলের বিধায়ক হয়েছেন তিনি ৷ বিধায়ক হওয়ার পরই ঈদ উপলক্ষে দুস্থ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের হাতে তুলে দিলেন নতুন বস্ত্র ৷