পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Durga Puja 2022: মণ্ডপে থাকছে 108 শিবলিঙ্গ, আদিশক্তির নানা রূপে সাজতে চলেছে রায়গঞ্জ 'বিপ্লবী'-র পুজো - Raiganj Biplabi Club Puja Pandal theme

আদিশক্তির আট রূপে এবারের পুজো মন্ডপ সাজাতে চলেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের ঐতিহ্যবাহী দুর্গোৎসব কমিটি "বিপ্লবী" ক্লাব (Durga Puja 2022)।

Durga Puja 2022
একশো আটটি শিবলিঙ্গ

By

Published : Sep 5, 2022, 8:43 PM IST

উত্তর দিনাজপুর, 5 সেপ্টেম্বর: পুজো (Durgapujo) আসতে আর বেশি দেরি নেই ৷ আকাশে পেঁজা তুলোর আনাগোনা আর ভোরের শিউলিফুলের গন্ধ বার্তা দিচ্ছে আগমনীর ৷ উমাকে স্বাগত জানাতে সেজে উঠছে পুজো মণ্ডপগুলিও ৷ শহরের পাশাপাশি গ্রাম বাংলার পুজো মণ্ডপগুলোতেও আজকাল থিমের রমরমা ৷ আর থিম পুজো মানেই আধুনিকতার ছোঁয়া ৷ প্রতিমা থেকে মন্ডপ সর্বত্র কেবল আধুনিকতা নয়, নতুন কোনও বার্তা দেওয়ার চেষ্টা সামাজের কাছে ৷ প্রতিমা থেকে মণ্ডপ সর্বত্র বৈচিত্র্যের ছোঁয়া ৷ তেমনই রায়গঞ্জের ঐতিহ্যবাহী দুর্গোৎসব কমিটি 'বিপ্লবী' (Raiganj Biplabi Club Puja Pandal theme) ৷ এই দুর্গোৎসবে এবার বর্জন করা হয়েছে প্লাস্টিক ৷ থিমের পাশাপাশি এবার আদিশক্তির আটরকমের রূপ দেখা যাবে প্রতিমায় ৷

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের ঐতিহ্যবাহী দুর্গোৎসব হয়ে থাকে এই 'বিপ্লবী' ক্লাবে। এবছর এই ক্লাবের দুর্গোৎসব ৫৪তম বর্ষে পদার্পণ করল। প্ল্যাস্টিক বর্জনের প্রচারকে সামনে রেখে এবছর বিপ্লবী ক্লাবের পূজো মণ্ডপ তৈরী হচ্ছে কাগজের থালা, বাটি, গ্লাস দিয়ে। মণ্ডপে থাকছে জেলার নানান হস্তশিল্প, মৃৎশিল্প এবং কুটির শিল্পের সমাহার। এছড়াও রয়েছে একশো আটটি শিবলিঙ্গ এবং আদিশক্তির 8টি রূপ তুলে ধরা হচ্ছে এই পুজো মণ্ডপে ৷

আদিশক্তির নানা রূপে ফুঁটে উঠেছে মন্ডপ সজ্জায়

আরও পড়ুন: মণ্ডপে শহিদ বেদী, মাইকে মায়েদের কান্না ! দুর্গাপুজোর থিমে ভোট পরবর্তী হিংসা

মন্ডপের বহিরাংশ সাজানো হচ্ছে বাঁশ ও বেতের কারুকার্য দিয়ে । মণ্ডপের পাশাপাশি রায়গঞ্জের কুমোরটুলির প্রতিমা এবং চন্দননগরের সুদৃশ্য আলোকসজ্জায় সজ্জিত থাকবে পুজো মণ্ডপ-সহ সমগ্র এলাকা । রায়গঞ্জ শহরের অন্যতম সেরা দুর্গাপুজো বিপ্লবী ক্লাবের পুজোর আনুমানিক বাজেট 15 লক্ষ টাকা ৷ ধার্য করা হয়েছে ৷ নান্দনিক দৃষ্টিনন্দন এই পুজো দেখতে প্রচুর দর্শনার্থীদের আগমন ঘটবে বলে আশা পুজো উদ্যোক্তাদের।

ABOUT THE AUTHOR

...view details