পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : May 25, 2021, 4:05 PM IST

ETV Bharat / state

রেললাইনের সঙ্গে শিকল দিয়ে বাঁধা হল ট্রেন, যশের জন্য সতর্ক রায়গঞ্জ

যশের জন্য আগাম সতর্কতা নিতে রায়গঞ্জে রেললাইনের সঙ্গে শিকল দিয়ে বাঁধা হল দুটি ট্রেন ৷ কোনও রকম অপ্রীতিকর ঘটনা রুখতেই এই সতর্কতা নেওয়া হয়েছে ৷

Raiganj alert before cyclone yaas train wheel locked with chain at rail line
রেললাইনের সঙ্গে শিকল দিয়ে বাঁধা হল ট্রেন, যশের জন্য সতর্ক রায়গঞ্জ

রায়গঞ্জ, 25 মে : প্রবল ঘুর্ণিঝড় যশ আতঙ্কে রায়গঞ্জ রেলস্টেশনে সতর্কবার্তা বাড়াল স্টেশন কর্তৃপক্ষ । স্টেশনে দাঁড়িয়ে থাকা দুটি খালি মালগাড়িকে দু দিক দিয়ে রেললাইনের সঙ্গে লক করে রাখা হল, যাতে ঘূর্ণিঝড়ের প্রবল হাওয়ার দাপটে দাঁড়িয়ে থাকা মালগাড়ি দুটি অন্যত্র সরে না যায় বা লাইনচ্যুত না হয়ে যায় । যদিও রায়গঞ্জ স্টেশন ম্যানেজার মৌখিকভাবে জানিয়েছেন, স্টেশনে লাইনের উপর ট্রেনকে কিছুদিনের জন্য দাঁড় করিয়ে রাখলে তা রেললাইনের সঙ্গে চেন দিয়ে তালাবন্ধ করে রাখার নিয়ম রয়েছে । তবে ঘুর্ণিঝড় যশের কারণে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে ।

শক্তি বৃদ্ধি করে এ রাজ্যে ধেয়ে আসছে যশ । ইতিমধ্যেই উত্তর দিনাজপুর জেলাজুড়ে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি । যশ নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করেছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন । যশ নিয়ে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করল রায়গঞ্জ রেল স্টেশন কর্তৃপক্ষ ।

আরও পড়ুন:গতিপথে পরিবর্তন, আগামীকাল ওড়িশার ধামরা বন্দরে আছড়ে পড়তে পারে যশ

লকডাউনের পর থেকেই রায়গঞ্জ রেলস্টেশনে দুটি লাইনে দাঁড়িয়ে রয়েছে দুটি মালগাড়ি । যশ ঘূর্ণিঝড়ের প্রবল হাওয়ার দাপটে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেন দুটি সরে গিয়ে কোনও দুর্ঘটনার কবলে যাতে না-পড়ে, সে জন্য রেললাইনের সঙ্গে ট্রেন দুটিকে শিকল দিয়ে তালাবন্ধ করে রাখা হল । ট্রেনের দু মাথাতেই চাকার সঙ্গে রেললাইনে শিকল দিয়ে লক করে রাখা হয়েছে । যাতে কোনওভাবেই রেললাইন থেকে ট্রেন দুটি বিচ্যুত হয়ে না-পড়ে ।

ABOUT THE AUTHOR

...view details