রায়গঞ্জ, 25 মে : প্রবল ঘুর্ণিঝড় যশ আতঙ্কে রায়গঞ্জ রেলস্টেশনে সতর্কবার্তা বাড়াল স্টেশন কর্তৃপক্ষ । স্টেশনে দাঁড়িয়ে থাকা দুটি খালি মালগাড়িকে দু দিক দিয়ে রেললাইনের সঙ্গে লক করে রাখা হল, যাতে ঘূর্ণিঝড়ের প্রবল হাওয়ার দাপটে দাঁড়িয়ে থাকা মালগাড়ি দুটি অন্যত্র সরে না যায় বা লাইনচ্যুত না হয়ে যায় । যদিও রায়গঞ্জ স্টেশন ম্যানেজার মৌখিকভাবে জানিয়েছেন, স্টেশনে লাইনের উপর ট্রেনকে কিছুদিনের জন্য দাঁড় করিয়ে রাখলে তা রেললাইনের সঙ্গে চেন দিয়ে তালাবন্ধ করে রাখার নিয়ম রয়েছে । তবে ঘুর্ণিঝড় যশের কারণে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে ।
শক্তি বৃদ্ধি করে এ রাজ্যে ধেয়ে আসছে যশ । ইতিমধ্যেই উত্তর দিনাজপুর জেলাজুড়ে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি । যশ নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করেছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন । যশ নিয়ে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করল রায়গঞ্জ রেল স্টেশন কর্তৃপক্ষ ।