পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kaliaganj Murder Case: বাস প্রায় নেই, রাস্তাঘাট কার্যত ফাঁকা ; বিজেপির ডাকা বনধে প্রভাব রায়গঞ্জে - রায়গঞ্জে বিজেপির ডাকা বনধের প্রভাব

গেরুয়া শিবিরের ডাকা 12 ঘণ্টা বনধে রাস্তাঘাট ফাঁকা রায়গঞ্জে ৷ সকালের দিকে বেসরকারি বাসের দেখা মিলল না ৷ বন্ধ স্থানীয় বাজারও ৷

Etv Bharat
রায়গঞ্জে বিজেপির ডাকা বনধের প্রভাব

By

Published : Apr 28, 2023, 7:59 AM IST

বিজেপির বনধে প্রভাব পড়ল রায়গঞ্জে

রায়গঞ্জ, 28 এপ্রিল: কালিয়াগঞ্জের ঘটনার জেরে বিজেপির ডাকা শুক্রবার 12 ঘণ্টা উত্তরবঙ্গ বনধের ভালো প্রভাব পড়ল উত্তর দিনাজপুরে ৷ সকালের দিকে সরকারি বাস দেখা গেলেও বেসরকারি বাসের দেখা নেই বললেই চলে । খোলেনি কোনও দোকানপাট । রায়গঞ্জের মোহনবাটি বাজার, দেবীনগর বাজার, লাইন বাজার ও গোসালায় বাজারহাট বসেনি । এই প্রতিবেদন লেখা পর্যন্ত বনধ সমর্থকরা রাস্তায় না-নামলেও বনধ বিরোধী তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমেছে ।

উল্লেখ্য, বুধবার গভীর রাতে কালিয়াগঞ্জ থানার রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদগাঁ গ্রামে বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মনকে গ্রেফতার করতে গিয়ে বাধার মুখে পড়েছিল পুলিশ ৷ বিষ্ণুকে বাড়িতে না পেয়ে তাঁর বাবা, বোন ও ভগ্নিপতিকে নিয়ে যাওয়ার সময় পুলিশকে বাধা দেয় বিষ্ণুর ভাইপো মৃত্যুঞ্জয় বর্মন ৷ অভিযোগ, সেই সময় পুলিশের গুলিতে মৃত্যু হয় মৃত্যুঞ্জয়ের । এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে যায় । ভোরেই দেহ ময়নায়দন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল মর্গে আনা হয় । পুলিশের গুলিতে যুবকের মৃত্যুর ঘটনায় দেহ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিয়োগ্রাফি করা হয় ।

এছাড়াও ময়নাতদন্তের আগে মৃতদেহের সিটি স্ক্যান করানো হয় বলে জানা গিয়েছে । পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে সন্ধ্যা গড়িয়ে যায় । সন্ধ্যার পরে মৃত্যুঞ্জয়ের দেহ গ্রামে পৌঁছয় । এই নিয়ে বৃহস্পতিবার রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী শিলিগুড়ি মোড়ের রাধিকাপুরে বিজেপি কর্মী মৃত্যুঞ্জয় বর্মনকে গুলি করে হত্যার প্রতিবাদে রায়গঞ্জ শিলিগুড়ি মোড়ে ধরনা বসেন । ধরনা প্রত্যাহার করে শুক্রবার রাজবংশী এবং আদিবাসীদের উপর লাগাতার অত্যাচারের প্রতিবাদ জানাতেই উত্তরবঙ্গে 12 ঘণ্টা বনধের ডাক দেন সাংসদ দেবশ্রী চৌধুরী । তাতেই সকাল থেকে রাস্তাঘাট কার্যত ফাঁকা রায়গঞ্জে ৷

এদিকে, পুলিশের উপর হামলার ঘটনায় আরও 19 জনকে গ্রেফতার করেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ । ধৃতদের বৃহস্পতিবার রায়গঞ্জ আদালতে পেশ করা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন । কালিয়াগঞ্জ থানায় পুলিশের উপর হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল 51 জন ।

আরও পড়ুন :বিজেপি কর্মীকে খুনের অভিযোগে উত্তপ্ত কালিয়াগঞ্জে জারি 144 ধারা, বন্ধ ইন্টারনেট

ABOUT THE AUTHOR

...view details