পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Adi Karunamoyee Kalibari: আদি করুণাময়ী কালীমাতার পুজোয় হাজার হাজার ভক্তের সমাগম - Adi Karunamoyee Kalibari

রায়গঞ্জের বন্দর আদি করুণাময়ী কালীমন্দিরের দেবীর মাহাত্ম্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে এমনকী বিদেশেও (Adi Karunamoyee Kalibari) । সেই কারণে দীপান্বিতা কালীপুজোর রাতে হাজার হাজার ভক্তের সমাগম হয় ।

Adi Karunamoyee Kalibari
আদি করুনাময়ী কালীমন্দিরের পুজো

By

Published : Oct 14, 2022, 4:51 PM IST

রায়গঞ্জ, 14 অক্টোবর:তারাপীঠের মহাসাধক বামাক্ষ্যাপার বংশধরেরা দীর্ঘদিন ধরে সেবাইতের কাজ করে আসছেন রায়গঞ্জ আদি করুণাময়ী কালী মন্দিরে (Adi Karunamoyee Kalibari) । দীপাবলির রাতে এই ঐতিহ্যবাহী বন্দর কালীমন্দিরে শুধু উত্তর দিনাজপুর জেলাই নয়, ভিনরাজ্য থেকেও হাজার হাজার পুণ্যার্থীর সমাগম ঘটে । অসম থেকে পঞ্জাব, বিহার থেকে উত্তরপ্রদেশ সমস্ত ভিনরাজ্য-সহ বিদেশ থেকেও দীপাবলীর রাতে বন্দর আদি করুণাময়ী কালীবাড়িতে কালীমাতার পুজো দিতে আসেন ভক্তরা । হাজার হাজার ভক্তের সমাগমে পুণ্যার্থী হয়ে ওঠে রায়গঞ্জ শহর ।

কথিত আছে পাঁচশো বছর আগে পঞ্জাব প্রদেশের এক সাধু হেঁটে এসে উপস্থিত হন রায়গঞ্জের কুলিক নদীর বন্দর ঘাটে । ঘাটের কাছেই একটি গাছের তলায় পঞ্চমুন্ডির আসনে বসে সিদ্ধিলাভ করেন ৷ সেই থেকে শুরু হয় এখানে কালীর আরাধনা । বেদীতেই পুজোর প্রচলন হয়েছিল । 1216 বঙ্গাব্দে দিনাজপুরের রাজা স্বপ্নাদেশ পেয়ে এই স্থানে নির্মাণ করেন কালী মন্দির । এরপর তারাপীঠের মহাসাধক বামাক্ষ্যাপার বংশধর জানকীনাথ চট্টোপাধ্যায় বারাণসী থেকে কষ্ঠীপাথরের কালীর মূর্তি এনে বসান পঞ্চমুন্ডির আসনে ৷ সেটাও আজ থেকে 212 বছর আগের কথা । সেই থেকেই ওই একই মূর্তিতে দক্ষিণা কালীমাতার পুজো হয়ে আসছে বন্দর আদি করুণাময়ী কালীবাড়িতে ।

করুণাময়ী কালীমাতার পুজো

আরও পড়ুন:সাঁকরাইলের জমিদার পালবাড়ির দুর্গাপুজোয় সিঁদুরখেলা হয় অষ্টমীতে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই মন্দিরে কালীপুজোর রাতে মায়ের পায়ের নুপুরের ধ্বনি শোনা যায় । তন্ত্রমতে এখানে দেবী পূজিতা হন । মাছ ভোগ দেওয়ার পাশাপাশি ছাগ বলির প্রচলন রয়েছে বন্দর আদি করুণাময়ী কালীবাড়িতে । আজও বন্দর আদি করুণাময়ী কালীমন্দিরে বংশপরম্পরায় পুজো করে আসছেন সাধক বামাক্ষ্যাপার বংশধরেরা ।

জাগ্রত এই দেবীর মাহাত্ম্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে এমনকী বিদেশেও । সেই কারণে দীপান্বিতা কালীপুজোর রাতে হাজার হাজার ভক্তের সমাগম হয় রায়গঞ্জের এই বন্দর আদি করুণাময়ী কালীমন্দিরে । সারা বছরই অসংখ্য ভক্তের সমাগম হয় এই জাগ্রত দেবীর মন্দিরে । ভক্তদের প্রনামী আর দান দিয়েই হয় দীপান্বিতার কালীপুজো। করোনা আবহ কাটিয়ে মানুষ এবার উৎসবমুখর থাকায় এবারে ভক্তের ভিড়ে উপচে পড়বে রায়গঞ্জ বন্দর আদি কালী মন্দিরে ।

ABOUT THE AUTHOR

...view details