রায়গঞ্জ, 9 মে : তাঁর গান, কবিতা মানুষকে অনুপ্রেরণা জোগায় ৷ করোনা পরিস্থিতিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আশ্রয় করেই করোনা আক্রান্তদের মনোবল বাড়ানোর চেষ্টা হাসপাতালে ৷ রায়গঞ্জের মিক্কিমেঘা কোভিড হাসপাতালে রবিবার সন্ধ্যায় পালন করা হল কবিগুরুর 160 তম জন্মজয়ন্তী । কোভিড রোগীরা এদিন মেতে উঠলেন রবীন্দ্র জন্মজয়ন্তী পালনে । গাইলেন "প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে..." ৷ রায়গঞ্জ শহর থেকে বেশ কিছুটা দূরে রাজ্য সড়কের ধারে মিক্কিমেঘা কোভিড হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগে খুশি করোনা আক্রান্ত রোগীরা । রোগীদের মনে আতঙ্ক কাটানোর পাশাপাশি তাঁদের মনোরঞ্জন ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানানোই মূল উদ্দেশ্য বলে জানালেন হাসপাতালের নার্সিং ইনচার্জ বাপি বিশ্বাস ৷
কোভিড হাসপাতালের করোনা আক্রান্ত রোগীদের পরিষেবা দেওয়ার পাশাপাশি তাঁদের ভিতরে উৎসাহ, উদ্দীপনা ও মনোরঞ্জন জোগাতে হাসপাতালের ভিতরেই করোনা আক্রান্ত রোগীদের নিয়ে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করে রায়গঞ্জের মিক্কিমেঘা হাসপাতাল । রবিবার রবীন্দ্র জন্মজয়ন্তীর সন্ধ্যায় আনন্দ উৎসবে মেতে উঠলেন কোভিড আক্রান্ত রোগীরা । কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করার পাশাপাশি কোভিড আক্রান্ত রোগীরাই গাইলেন "গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ ৷" কোভিড হাসপাতালের নার্সিং স্টাফেরা রোগীদের পরিষেবা দেওয়ার সঙ্গে সঙ্গে আজ গাইলেন "প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে..."। ছোট্ট অনুষ্ঠান শেষে রোগীদের করানো হল মিষ্টিমুখও ।