পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Pujo Committee Clash: পুজো মণ্ডপে বাইকবাহিনীর হানা, কমিটির সম্পাদকের উপর চড়াও দুষ্কৃতীরা

দশমীতে পুজো মণ্ডপে বাইকবাহিনীর হানা ৷ বাধা দিতে গেলে পুজোর উদ্যোক্তাদের সঙ্গে বচসা-হাতাহাতি (Puja Committee Clash with Local Hooligans) ৷ পুজো কমিটির সম্পাদককে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷

Pujo Committee Clash
পুজো মণ্ডপে বাইক বাহিনীর হানা

By

Published : Oct 6, 2022, 5:04 PM IST

রায়গঞ্জ, 6 অক্টোবর:দশমীর রাতে পুজো মণ্ডপে বাইকবাহিনীর হানা (Puja Committee Clash with Local Hooligans) ৷ বাইক নিয়ে মণ্ডপে প্রবেশে বাধা পেয়ে পুজো কমিটির সম্পাদককে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এলাকার অনুশীলন ক্লাবের ঘটনা ৷ ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

ক্লাবসূত্রে জানা গিয়েছে, বুধবার দশমীর রাতে কিছু দুস্কৃতী বাইক চালিয়ে পুজো মণ্ডপে প্রবেশের চেষ্টা করে ৷ সেই সসময় তাদের বাধা দিতে গেলে পুজো উদ্যোক্তাদের উপর দুস্কৃতীরা চড়াও হয়। অভিযোগ, 8 থেকে 10 দুষ্কৃতী বাইকে করে এসে পুজো কমিটির সম্পাদক সুজন পালের উপর চাড়াও হয় ৷ তাঁকে আগ্নেয়াস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে ৷ তবে স্থানীয়রা এসে প্রতিবাদ করায় দুষ্কৃতীরা পালিয়ে যায় ৷

পুজো মণ্ডপে বাইক বাহিনীর হানা

আরও পড়ুন: দুর্ঘটনা থেকে শিক্ষা, নিরঞ্জন নিয়ে জেলাশাসকদের সতর্ক করল নবান্ন

খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশবাহিনী ৷ পুজো কমিটির অভিযোগের ভিত্তিতেই ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details