পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফিরোজ়ের মৃত্যুর তদন্তের দাবিতে বিক্ষোভ পরিবারের - উত্তর দিনাজপুরের অপরাধের খবর

এই ফিরোজ়ই কিশোরীকে ধর্ষণ করে খুন করে বলে অভিযোগ ৷ এরপর আজ ফিরোজ়ের মৃতদেহ উদ্ধার হয় ৷ যা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়ায় চোপড়ায় ৷

Chopra Murder case
চোপড়ায় বিক্ষোভের ছবি

By

Published : Jul 20, 2020, 3:43 PM IST

চোপড়া, 20 জুলাই : কিশোরীর দেহ যেখান থেকে উদ্ধার হয়েছিল তার থেকে মাত্র 50 মিটারের মধ্যে আজ পাওয়া যায় ফিরোজ় আলির দেহ । BJP-র তরফে বারবার অভিযোগ আনা হয়েছিল, এই ফিরোজ়ই ধর্ষণ করে খুন করেছে কিশোরীকে । যদিও ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের কোনও প্রমাণ পাওয়া যায়নি । এবার ফিরোজ়ের মৃত্যুর তদন্তের দাবিতে এলাকায় প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ দেখায় তার পরিবারের লোকজন । মৃত ওই যুবকের পরিবারের অভিযোগ, ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে ফিরোজ়কে । মৃত্যুর কারণ খুঁজতে নিরপেক্ষ তদন্তের দাবি জানায় তারা ।

এদিকে গতকালের ঘটনার নতুন করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে এলাকায় মোতায়েন করা হয়েছে চোপড়া থানার বিশাল পুলিশ । প্রসঙ্গত, গতকালই চোপড়ায় এক মাধ্যমিক উত্তীর্ণা কিশোরীর দেহ উদ্ধার হয় । এলাকার লোকেদের অভিযোগ ছিল, দুষ্কৃতীরা ওই কিশোরীকে ধর্ষণ করে খুন করে ৷ ঘটনাস্থান থেকে কয়েকটি মোবাইল ফোন, সাইকেল ও পরিচয়পত্রও পাওয়া যায় । স্থানীয়দের দাবি, সেগুলি দুষ্কৃতীদের । এদিকে ঘটনার প্রতিবাদে গতকাল উত্তাল হয় চোপড়া । কলকাতা - শিলিগুড়ি সংযোগকারী 31 নম্বর জাতীয় সড়কের উপর টায়ারে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে স্থানীয়রা । দফায় দফায় জনতা - পুলিশ খণ্ডযুদ্ধের ছবি সামনে এসেছিল ।

চোপড়ার ফিরোজ় আলির পরিবারের লোকেদের বিক্ষোভ

আরও পড়ুন :চোপড়ায় কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার 16

এর 24 ঘণ্টা যেতে না যেতেই ফের নয়া মোড় । সকালে ঘটনাস্থান থেকে মাত্র 50 মিটার দূরেই উদ্ধার হয় ফিরোজ় আলির দেহ । BJP-র তরফে গতকাল অভিযোগ আনা হয়েছিল, ফিরোজ়ই ধর্ষণ করেছে ওই কিশোরীকে । এদিকে ফিরোজ়ের মৃত্যুর খবর সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন তার পরিবারের লোকেরা । মৃতদেহের সঠিক ময়না তদন্ত পাশাপাশি নিরপেক্ষ তদন্তের দাবিতে মিছিল করা হয় ।

আরও পড়ুন :চোপড়ার অকুস্থলের অদূরে উদ্ধার ফিরোজ আলির দেহ ?

এলাকার এক বাসিন্দা মইন আলি বলেন, "BJP এই ঘটনার সঙ্গে সাম্প্রদায়িকতা জুড়ে সম্প্রীতি নষ্ট করতে চাইছে । কিন্তু, আজ ওই ছেলেটির দেহ উদ্ধার হওয়ায় আমরা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত চাইছি ।"

এদিকে শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, কিশোরীর দেহ উদ্ধারের ঘটনায় এখনও পর্যন্ত 16 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details