পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Private Bus and Mini bus Stop Service : জ্বালানি খরচ বাড়লেও ভাড়া বৃদ্ধি হয়নি, উত্তর দিনাজপুরে বন্ধ হতে পারে বেসরকারি বাস

জ্বালানির খরচ বেড়েছে বহুগুণ, অথচ ভাড়া বৃদ্ধি নিয়ে সরকার উদাসীন ৷ তাই বাধ্য হয়ে বেসরকারি বাস ও মিনিবাস পরিষেবা বন্ধ করে দিতে চলেছে উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (Private Bus and Mini bus Stop Service) ৷

Private Bus  and Mini bus Stop Service
বন্ধ হতে পারে বেসরকারি বাস পরিষেবা

By

Published : Apr 9, 2022, 11:46 AM IST

Updated : Apr 9, 2022, 1:05 PM IST

রায়গঞ্জ, 9 এপ্রিল: জ্বালানির খরচ বেড়েছে বহুগুণ, অথচ ভাড়া বৃদ্ধি নিয়ে সরকার উদাসীন ৷ তাই বাধ্য হয়ে বেসরকারি বাস মিনিবাস পরিষেবা বন্ধ করে দিতে চলেছে বাস মালিকদের সংগঠন উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আগামী 11 এপ্রিল শিলিগুড়িতে বাস মালিকদের বৈঠকের পর 13 এপ্রিল কলকাতায় জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সঙ্গে বৈঠকের পরেই বন্ধ করে দেওয়া হবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা ও দার্জিলিং জেলার বেসরকারি বাস মিনিবাস পরিষেবা । এমনটাই জানিয়ছেন উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক (Private Bus and Mini bus Stop Service)।

জ্বালানি খরচ বাড়লেও ভাড়া বৃদ্ধি হয়নি, উত্তর দিনাজপুরে বন্ধ হতে পারে বেসরকারি বাস

ডিজেলের দাম 90 টাকা প্রতি লিটার অতিক্রম হওয়ার পরই উত্তর দিনাজপুরের বেসরকারি বাস মিনিবাস পরিষেবা 45 শতাংশ কমে গিয়েছে । কয়েকদিনের মধ্যেই সেই ডিজেল দাম 100 টাকা হওয়ায় বাস পরিষেবা বন্ধ করে দেওয়া ছাড়া কোনও উপায় নেই ৷ ক্ষতিপূরণ দিয়ে বাস চালানো আর সম্ভব নয় বলেই জানিয়েছেন বাস মালিকরা ৷

আরও পড়ুন :Fuel Price Hike Effect On Bus service: জ্বালানির মূল্যবৃ্দ্ধির জেরে কমছে ধর্মতলার বাস পরিষেবা

এই প্রসঙ্গে প্লাবন প্রামাণিক বলেন, ‘‘জেলার বাস মালিকেরা কবে থেকে বাস ধর্মঘট ডাকা হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেননি। আগামী 11 এপ্রিল শিলিগুড়িতে উত্তরবঙ্গের সমস্ত জেলার বাস মালিকদের নিয়ে বাস ধর্মঘট নিয়ে সিদ্ধান্ত হবে। সেই সিদ্ধান্ত মাদার সংগঠন রাজ্য জয়েন্ট কাউন্সিলে বসে ঠিক করা হবে। সেদিন বৈঠকে রাজ্য সরকার ও তার পরিবহণ দফতর যদি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত না নেয়, তবে পরদিন থেকেই বেসরকারি বাস পরিষেবা বন্ধ অর্থাৎ বাস ধর্মঘট শুরু হয়ে যাবে ।’’ এদিকে পরিষেবা বন্ধ হলে রুজি রুটি হারানোর আশঙ্কায় দিন গুনছেন পরিবহণের সঙ্গে যুক্ত শ্রমিকরা ।

Last Updated : Apr 9, 2022, 1:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details