রায়গঞ্জ, 9 এপ্রিল: জ্বালানির খরচ বেড়েছে বহুগুণ, অথচ ভাড়া বৃদ্ধি নিয়ে সরকার উদাসীন ৷ তাই বাধ্য হয়ে বেসরকারি বাস মিনিবাস পরিষেবা বন্ধ করে দিতে চলেছে বাস মালিকদের সংগঠন উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আগামী 11 এপ্রিল শিলিগুড়িতে বাস মালিকদের বৈঠকের পর 13 এপ্রিল কলকাতায় জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সঙ্গে বৈঠকের পরেই বন্ধ করে দেওয়া হবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা ও দার্জিলিং জেলার বেসরকারি বাস মিনিবাস পরিষেবা । এমনটাই জানিয়ছেন উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক (Private Bus and Mini bus Stop Service)।
ডিজেলের দাম 90 টাকা প্রতি লিটার অতিক্রম হওয়ার পরই উত্তর দিনাজপুরের বেসরকারি বাস মিনিবাস পরিষেবা 45 শতাংশ কমে গিয়েছে । কয়েকদিনের মধ্যেই সেই ডিজেল দাম 100 টাকা হওয়ায় বাস পরিষেবা বন্ধ করে দেওয়া ছাড়া কোনও উপায় নেই ৷ ক্ষতিপূরণ দিয়ে বাস চালানো আর সম্ভব নয় বলেই জানিয়েছেন বাস মালিকরা ৷