রায়গঞ্জ, 17 ফেব্রুয়ারি:এ বারের মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik Exam 2023) উত্তর দিনাজপুর (North Dinajpur News) জেলায় নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে । মাধ্যমিক পরীক্ষায় গার্ড দেবেন প্রাথমিকের শিক্ষকরা (Primary teachers to act as invigilators in Madhyamik)। জেলা বিদ্যালয় পরিদর্শকের ভাষায়, এটা নজীরবিহীন ঘটনা । আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।
শিক্ষকের সংখ্যা অপ্রতুল: আগামী 23 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে 2023 সালের মাধ্যমিক পরীক্ষা । উত্তর দিনাজপুর 117টি পরীক্ষা কেন্দ্রে 31 হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবে । পরীক্ষা কেন্দ্রের জন্য যে পরিমাণ পর্যবেক্ষক বা শিক্ষকের প্রয়োজন, উচ্চ বিদ্যালয়গুলিতে সেই সংখ্যক শিক্ষক না থাকায় প্রাথমিক শিক্ষকদের পরীক্ষার পর্যবেক্ষকের কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা শিক্ষা দফতর ।
অনুমোদন রাজ্য শিক্ষা দফতরের: উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের মাধ্যমে রাজ্য শিক্ষা দফতরের কাছে গত 13 ফেব্রুয়ারি লিখিত আবেদন জানানো হয়েছিল । রাজ্য শিক্ষা দফতর জেলার এই আবেদনকে অনুমোদন দিয়েছে । কত সংখ্যক প্রাথমিক শিক্ষককে মাধ্যমিকের পরীক্ষকের কাজে লাগানো হবে, সে ব্যাপারে এখনও সঠিক তথ্য না এলেও উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শক জানিয়েছেন, প্রায় 50 জন প্রাথমিক শিক্ষককে পর্যবেক্ষকের কাজে লাগানো হবে বলে অনুমান করা হচ্ছে ।
নজীরবিহীন ঘটনা: জেলা বিদ্যালয় পরিদর্শক দুলাল সরকার জানিয়েছেন, উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর-2 এবং ইটাহার ব্লকের প্রত্যন্ত গ্রামের স্কুলগুলিতেই এই শিক্ষকের ঘাটতি রয়েছে । রাজ্য সরকারের উৎসশ্রীর মাধ্যমে বদলি হয়ে শিক্ষক এই জেলা ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে । রাজ্যে শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলাতেই প্রাথমিক শিক্ষকদের মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষক বা পরিদর্শকদের কাজে লাগানো হচ্ছে । যা রাজ্যের মধ্যে নজীরবিহীন ঘটনা ।
আরও পড়ুন:উত্তরবঙ্গের ছেলেমেয়েদের জন্য ভিন্ন প্রবেশিকা পরীক্ষার কোচিং চালু মালদায়