মন্দির উদ্বোধনে অকাল দীপাবলি রায়গঞ্জ, 16 জানুয়ারি: এ যেন অকাল দীপাবলি ! মাটির প্রদীপ তৈরির ব্যস্ততা তুঙ্গে ৷ এমনই চিত্র ধরা পড়ল উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সুভাষগঞ্জে অবস্থিত কুমোরপাড়ায় ৷ সাধারণত দীপাবলির সময়ে মাটির প্রদীপ তৈরির চাপ থাকে। তবে এবছর অযোধ্যায় রামমন্দির উদ্বোধন উপলক্ষে মৃৎশিল্পীরা বেজায় ব্যস্ত মাটির প্রদীপ তৈরিতে ৷
প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন, 22 জানুয়ারি রামমন্দির উদ্বোধন ও রামালালার মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠার দিন ঘরে ঘরে প্রদীপ জ্বালাতে হবে ৷ তারই অঙ্গ হিসাবে জোর প্রস্তুতির রায়গঞ্জের কুমোরপাড়ায় ৷ দিনরাত এক করে বিভিন্ন ডিজাইনের প্রদীপ তৈরি করে চলেছেন মৃৎশিল্পীরা ৷
অন্য বছরে এই সময়ে তাঁরা সাধারণত প্রদীপ তৈরি করেন না ৷ মৃৎশিল্পী পঙ্কজ পাল বলেন, "অন্য বছর এই সময়ে মাটির নানা সামগ্রী তৈরি করি ৷ তবে এ বছর মাটির প্রদীপ তৈরি করছি ৷ সাধারণত দীপাবলির সময়ই আমরা প্রদীপ তৈরি করি ৷"
আরেক মৃৎশিল্পী কমল পাল বলেন, "অন্য বার এই সময় আমরা সাধারণত টব তৈরি করে থাকি ৷ তবে এবছর রাম মন্দির উদ্বোধন উপলক্ষে আমরা মাটির প্রদীপ তৈরি করছি ৷ মাটির প্রদীপ কিনতে দূরদূরান্ত থেকে মানুষ আসছেন ৷" মাটির প্রদীপের অর্ডার দিতে এসেছিলেন বিজেপির নেতা-কর্মীরাও ৷
বিজেপির জেলা কমিটির সদস্য অভিজিৎ জোশী বলেন, "আগামী 22 জানুয়ারি তারিখ ঐতিহাসিক রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা দিন প্রধানমন্ত্রী ঘরে ঘরে প্রদীপ জ্বালানোর বার্তা দিয়েছেন ৷ সেই কারণে আমরা মাটির প্রদীপের অর্ডার দিতে এসেছি ৷" তবে মাটির প্রদীপের এত চাহিদা যে শিল্পীরা আর নতুন করে অর্ডারও নিতে চাইছে না বলে জানালেন অভিজিৎ । আরেক ক্রেতা সুকুমার দাস বলেন, "রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে প্রদীপ কিনতে এসেছিলাম ৷ তবে প্রচুর চাহিদা থাকায় শিল্পীরা নতুন করে আর অর্ডার নিতে চাইছিলেন না ৷"
আরও পড়ুন:
- রামমন্দির উদ্বোধনের আগে রামের থিমে গাড়ি সাজালেন ভক্ত
- রামলালার প্রাণ প্রতিষ্ঠায় মন্দির চত্বরে বাজবে শাস্ত্রীয় বাদ্যযন্ত্র, বাংলা থেকে যাচ্ছে শ্রীখোল-সরোদ
- প্রাণ প্রতিষ্ঠার দিন রামের পোশাক কেমন হবে ? তুলে ধরল ইটিভি ভারত