রায়গঞ্জ, 26 এপ্রিল: একদিকে কোরোনা সতর্কীকরণে কেন্দ্র ও রাজ্য সরকার যেমন জমায়েত নিষিদ্ধ করে দিয়েছে । অন্যদিকে সারা দেশজুড়ে লকডাউন জারি হয়েছে । এতে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে সর্বত্র । এবার বাংলার শ্রেষ্ঠ দুর্গাপুজোয় তার প্রভাব ব্যাপকভাবে পড়তে চলেছে । একের পর এক ক্লাব কর্তৃপক্ষ এবারের পুজো বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে । প্রতিমা অর্ডার দিয়েও বাতিল করে দিল রায়গঞ্জের কিছু ক্লাব । অর্ডার বাতিল হওয়ায় বেশ সমস্যায় পড়লেন রায়গঞ্জ শহরের কাঞ্চনপল্লি এলাকার মৃৎশিল্পী অর্পিতা পাল ।
2015 সালে স্বামী গণেশ পাল মারা যাওয়ার পর থেকে অর্পিতা দেবী নিজেই এই পেশাকে আঁকড়ে ধরেছেন । গণেশ বাবুও ছিলেন মৃৎশিল্পী । বিগত কয়েক বছর ধরেই প্রতিমা তৈরির বরাত বেশ ভালোই পাচ্ছিলেন । একা হাতেই প্রতিমার কাঠামোয় মাটির প্রলেপ থেকে শুরু করে, তুলির টান সবেতেই তাঁর দক্ষতার পরিচয় মেলে । কিন্তু কোরোনায় এলোমেলো হয়ে গেল পরিস্থিতি । অর্ডার বেশ ভালই মিলেছিল । সেইমত কাজও শুরু করে দিয়েছিলেন তিনি । কিন্তু লকডাউনে প্রতিমা বানিয়ে ক্ষতির মুখে পড়তে হল অর্পিতা দেবীকে ।