পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টুনি বাল্বের সঙ্গে পাল্লা দিতে টেরাকোটার প্রদীপ কালিয়াগঞ্জে - রায়গঞ্জ প্রদীপ

কালিয়াগঞ্জের কুনোরের হাটপাড়া গ্রামের কয়েকশো পরিবার টেরাকোটা মৃৎশিল্পের কাজের সঙ্গে যুক্ত । তাঁদের তৈরি টেরাকোটার সামগ্রী শুধু এরাজ্য বা দেশের ভেতরেই নয়, বিদেশের বাজারেও এর চাহিদা রয়েছে ।

ছবি
ছবি

By

Published : Nov 7, 2020, 1:59 PM IST

রায়গঞ্জ, 7 নভেম্বর : কয়েক দিন পরই দীপাবলি । এই আলোর উৎসবে ডিজিটাল লাইট ও টুনি বাল্বের আলোর সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দিতে টেরাকোটার সুদৃশ্য মাটির প্রদীপ তৈরি করে চলেছেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কুনোরের হাটপাড়া গ্রামের টেরাকোটা মৃৎশিল্পীরা ।

লকডাউনে সমস্ত মেলা, বাজার বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছিলেন টেরাকোটার মৃৎশিল্পীরা ৷ দীপাবলির বাজার ধরার চেষ্টায় পরিবারের সকলে মিলে তৈরি করছেন হাজার হাজার টেরাকোটার মাটির প্রদীপ । তাঁদের আশা আলোর উৎসবে কোরোনার অন্ধকারকে দূর করতে মানুষের ঘরে ঘরে জ্বালবে মাটির তৈরি প্রদীপ । তাই সাবেকি প্রদীপের পাশাপাশি বাঁকুড়া, বীরভূম টেরাকোটার আদলে তৈরি করছেন আধুনিক ডিজ়াইনের মাটির প্রদীপ ।

টুনি বাল্বের সঙ্গে পাল্লা দিতে টেরাকোটার প্রদীপ কালিয়াগঞ্জে

কালিয়াগঞ্জের কুনোরের হাটপাড়া গ্রামের কয়েকশো পরিবার টেরাকোটা মৃৎশিল্পের কাজের সঙ্গে যুক্ত । তাঁদের তৈরি টেরাকোটার সামগ্রী শুধু এরাজ্য বা দেশের ভেতরেই নয়, বিদেশের বাজারেও এর চাহিদা রয়েছে । সরকার আয়োজিত রাজ্যের বিভিন্ন প্রান্তে হস্তশিল্প মেলাগুলিতে এই টেরাকোটা মৃৎশিল্পীরা তাদের নির্মিত সামগ্রীর পসার সাজিয়ে বিক্রি করেন । রাজ্য সরকার থেকে তাঁদের শিল্পী ভাতাও দেওয়া হয় । এছাড়াও ভিনরাজ্যের মেলাতেও এই টেরাকোটা শিল্পসামগ্রীর চাহিদা হয়েছে । রপ্তানি করা হয় বিদেশের বাজারেও । কিন্তু কোরোনার সংক্রমণ থমকে দিয়েছে তাঁদের হাসিখুশির জীবন ।

তাই তাঁরা এবার সাবেকি মাটির প্রদীপ হাঁড়ি পাতিল সরা না বানিয়ে এই প্রতিযোগিতার যুগে এলইডি, টুনিবালব ও মোমবাতির দাপটে দাপিয়ে বেড়ানোর সময়ে কালিয়াগঞ্জের কুনোর হাটপাড়ার টেরাকোটা মৃৎশিল্পীরা অভিনব প্রদীপ তৈরি করে ডিজিটাল আলোকে টেক্কা দিতে বদ্ধপরিকর ।

ABOUT THE AUTHOR

...view details