পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

25 টাকা কেজি দরে আলু বিক্রি রায়গঞ্জে - potato price at raiganj

মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ি এবিষয়ে বলেন, "আলুর দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় বাইরে চলে গেছে । যাতে সবাই আলু কিনতে পারে তাই সংগঠনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে ।"

25 টাকা কেজিদরে আলু রায়গঞ্জে
25 টাকা কেজিদরে আলু রায়গঞ্জে

By

Published : Nov 9, 2020, 12:55 PM IST

রায়গঞ্জ, 9 নভেম্বর : 25 টাকা কেজি দরে আলু বিক্রি শুরু করল রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন । আর সেই আলু কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেল রায়গঞ্জে । মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ি এবিষয়ে বলেন, "আলুর দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় বাইরে চলে গেছে । যাতে সবাই আলু কিনতে পারে তাই সংগঠনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে ।"

মার্চেন্ট অ্যাসোসিয়েশনের এই উদ্যোগে খুশি রায়গঞ্জের বাসিন্দারাও । শীতের মরশুমে শাক-সবজির দাম আকাশ ছোঁয়া । বাজারে আলুর দাম 80 টাকা কেজি । আলুর এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষকে আলু কিনতে গিয়ে হয়রানি হতে হচ্ছে ।

ইতিমধ্যে ব্লক প্রশাসনের কর্তা এবং EB-র আধিকারিকরা বাজার পরিদর্শন করেন । তাতেও আলুর দামে কোনও হেরফের হয়নি । বাধ্য হয়েই সাধারণ মানুষের কথা ভেবে রাজ্য সরকারের উদ্যোগে সুফল বাংলার মাধ্যমে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় রায়গঞ্জে 25 টাকা দরে আলু বিক্রি শুরু হয়েছে । প্রত্যেককে 2 কেজি করে আলু দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details