পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সরকারি সাহায্য থেকে 20 বছর বঞ্চিত, বৃদ্ধ দম্পতির আশা দুয়ারে সরকার - helpless barman family

20 বছর ধরে কোনওরকম সরকারি প্রকল্পের সুবিধা পাননি রায়গঞ্জের বীরঘোই গ্রাম পঞ্চায়েত এলাকার বর্মণ পরিবার । তাই অসহায় অবস্থায় কোনওরকমে দিন কাটাচ্ছেন তাঁরা ।

asd
sd

By

Published : Dec 17, 2020, 11:43 AM IST

রায়গঞ্জ, 17 ডিসেম্বর : গোটা রাজ্য জুড়েই চলছে দুয়ারে সরকার কর্মসূচি । এর জন্য জোরদার প্রচারও করা হচ্ছে শাসকদলের তরফে । কেউ যাতে কোনও সরকারি প্রকল্প থেকে বঞ্জিত না হন তার জন্যই এই পদক্ষেপ রাজ্য সরকারের । তবে 20 বছর ধরে কোনওরকম সরকারি প্রকল্পের সুবিধা পাননি রায়গঞ্জের বীরঘোই গ্রাম পঞ্চায়েত এলাকার বর্মণ পরিবার ।

জরাজীর্ণ বাড়ি । ঝড়ের দাপটে একদিকে হেলে পড়েছে বাড়ির চাল । নষ্ট হয়ে যাচ্ছে মাটির ঘরের খুঁটিগুলো । শোয়ার জন্য নেই কোনও বিছানা । খরকুটো বিছিয়েই কোনওরকমে ঠান্ডার দিনে দিন গুজরান করতে হয় । ঘরে নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা । আর ভাবেই কোনওরকমে কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে বীরঘোইয়ের বাসিন্দা রামপ্রসাদ বর্মণ ও তাঁর অসুস্থ স্ত্রী বীণা বর্মণ ।

সরকারি সাহায্য থেকে 20 বছর বঞ্চিত, বৃদ্ধ দম্পতির আশা দুয়ারে সরকার

রামপ্রসাদবাবু আগে চাষাবাদের কাজ করলেও বর্তমানে কোনও কাজই করতে পারেন না । তাঁর এক ভাই তাঁদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করে দেন । কিন্তু, সেটা কোনওভাবেই যথেষ্ট নয় বর্মণ দম্পতির কাছে । সরকারি রেশন থেকে পাওয়া চাল এবং অন্য সাহায্যের মাধ্যমে কোনওরকমে বেঁচে রয়েছেন তাঁরা । প্রায় 11 বছর ধরে অসুস্থ রয়েছেন বীণাদেবী । নানা অসুস্থতার কারণে ভেঙে গিয়েছে তাঁর শরীর । পাশাপাশি চোখেও কম দেখেন রামপ্রসাদবাবু । কিন্তু, তার মধ্যেও স্ত্রীর দেখাশোনা থেকে শুরু করে ঘরের কাজ সবই সামলাতে হয় তাঁকেই ।

রামপ্রসাদবাবু বলেন, "দীর্ঘদিন ধরেই আমি চোখে একেবারেই দেখতে পাই না । বিভিন্ন জায়গায় গিয়েও কোনও সুরাহা হয়নি । তার উপর স্ত্রীও অসুস্থ । সরকারি শিবিরে যাওয়ার মতো অবস্থা আমাদের নেই । তাই স্থানীয় প্রশাসন যদি আমাদের কাছে এসে কোনও সাহায্য দিয়ে যান তাহলে খুবই ভালো হয় । বেঁচে যাই আমরা ।"

এ প্রসঙ্গে বীরঘোই গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনা হেমব্রম বলেন, "ওই পরিবারের কেউ এর আগে আমাদের কাছে আসেননি । তাঁদের দুরবস্থা শোনার পর আমরা ওই পরিবারকে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করব ।"

ABOUT THE AUTHOR

...view details