পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Itahar Car Accident : রাতের রাস্তায় উল্টে গেল বিজেপি নেতার গাড়ি, ষড়যন্ত্র দেখছে তৃণমূল - গাড়ি দুর্ঘটনা

বিজেপি জেলা সভাপতির গাড়ি উল্টে যাওয়াকে কেন্দ্র করে রাজনীতি (BJP District President Car Accident) ৷ উত্তর দিনাজপুর জেলার ইটাহারের (Itahar Car Accident) ঘটনা ৷ রাতে এলাকায় কেন ঢুকেছিল বিজেপি নেতার গাড়ি ? প্রশ্ন তৃণমূল কর্মীদের ৷ আমল দিতে নারাজ বিজেপি জেলা সভাপতি ৷

politics over bjp district president car accident in itahar
Itahar Car Accident : রাতের রাস্তায় উল্টে গেল বিজেপি নেতার গাড়ি, ষড়যন্ত্র দেখছে তৃণমূল !

By

Published : Jan 13, 2022, 3:07 PM IST

রায়গঞ্জ, 13 জানুয়ারি :রাতের মেঠো রাস্তায় উল্টে যায় বিজেপি জেলা সভাপতির গাড়ি (BJP District President Car Accident) ৷ আর তা নিয়েই রাজনৈতিক তরজা চলছে উত্তর দিনাজপুর জেলার ইটাহারে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ইটাহার থানা এলাকার দুর্লভপুর বাজারের কাছে উল্টে যায় বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকারের এসইউভি (Itahar Car Accident) ৷ সেই সময় গাড়িতে চালক ছাড়াও কয়েকজন ছিলেন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের ৷ রাতে গাড়িটিকে সেখানে ফেলেই চলে যান চালক ও তাঁর সঙ্গীরা ৷ পরদিন সকালে বাসুদেব সরকার ঘটনাস্থলে পৌঁছলে শুরু ঝামেলা ৷ স্থানীয় তৃণমূল কর্মীরা গাড়িটি তুলতে বাধা দেন ৷

আরও পড়ুন :Mass Beating in Raiganj : চোর সন্দেহে যুবককে গণপিটুনি

তৃণমূলের স্থানীয় নেতা ও কর্মীদের অভিযোগ, অশান্তি ছড়াতেই রাতে বিজেপি জেলা সভাপতির গাড়ি এলাকায় ঢুকেছিল ৷ তাঁরা এই ঘটনার পিছনে রাজনৈতিক অভিসন্ধি দেখছেন ৷ যদিও তৃণমূল সদস্যদের বক্তব্য়, পুলিশ গাড়ি তুলে নিয়ে গেলে তাঁদের কিছু বলার নেই ৷ বিষয়টি কার্যত হেসে উড়িয়ে দিয়েছেন বাসুদেব ৷ তিনি জানান, বৃহস্পতিবার তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়ার পর চালক গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন ৷ সেই সময় চালকের সঙ্গে কেউ থাকলেও থাকতে পারেন ৷ মেঠো রাস্তায় বৃষ্টি পড়ে কাদা হয়েছিল ৷ তার উপর রাতের অন্ধকার ৷ চালক নিয়ন্ত্রণ হারাতেই গাড়ি উল্টে যায় ৷ এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই ৷

আরও পড়ুন :Neel Kuthi of Karandighi : ইতিহাসের সাক্ষী করণদিঘির নীলকুঠি, সংরক্ষণের দাবি স্থানীয়দের

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইটাহার থানার পুলিশ ৷ তারাই দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি তোলার বন্দোবস্ত করে ৷ এই দুর্ঘটনায় গাড়িটির কিছু ক্ষতি হলেও কেউ হতাহত হননি ৷

ABOUT THE AUTHOR

...view details