রায়গঞ্জ, 5 মে : লকডাউনের মেয়াদ আরও একবার বাড়ানো হয়েছে । তবে, গ্রিন জ়োনগুলিতে দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে । মদের দোকান খোলার ক্ষেত্রেও মিলেছে অনুমতি । এই সুযোগে মদ্যপরা রাস্তায় ঘোরাঘুরি করছে কি না তা দেখতে গভীর রাতে রায়গঞ্জে আসরে নামলেন পুলিশ সুপার সুমিত কুমার । এলাকায় দিলেন টহল ।
সরকারি নির্দেশিকা মেনে গতকাল রায়গঞ্জের বিভিন্ন এলাকায় অত্যাবশ্যকীয় পণ্যের দোকান খোলে । ফলে জিনিস কেনার জন্য মানুষ দোকানগুলিতে ভিড় করতে থাকে । পাশাপাশি দুপুর 3 টে থেকে সন্ধে 6 টা পর্যন্ত খোলা হয় মদের দোকানও । ফলে অন্যান্য দোকানের মতো মদের দোকানেও ভিড় দেখা যায় । তবে, ভিড় হলেও সামাজিক দূরত্ব মেনেই মদ কিনতে দেখা যায় ক্রেতাদের । মদের দোকানের সামনে এই ভিড় দেখে পুলিশ একটা বিষয় আন্দাজ করতে পেরেছিল । সেটা হল, মদের দোকান খেলায় রাতে রাস্তায় মদ্যপরা ঘোরাঘুরি করতে পারে । তাই গতকাল রাত 9 টা বাজতেই রায়গঞ্জ থানার IC সূরজ থাপা-সহ পুলিশবাহিনী বিভিন্ন এলাকায় চেকিং শুরু করে ।