পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রায়গঞ্জে তৃণমূল নেতা খুনে ব্যবহৃত অস্ত্র-বাইক উদ্ধার - তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার ভাইপো

ভাইপোর হাতে কাকা খুনের ঘটনায় সাফল্য পেল রায়গঞ্জ থানার পুলিশ । তাকে জেরা করে ঘটনায় জড়িত আরও এক দুষ্কৃতীর নাম জানতে পেরেছে পুলিশ ৷

Raiganj tmc leader murder follow up
গ্রেপ্তার যুবক

By

Published : Feb 3, 2021, 10:40 PM IST

রায়গঞ্জ, 3 ফেব্রুয়ারি : রায়গঞ্জে তৃণমূল নেতাকে গুলি করে খুনের ঘটনার তদন্তে সাফল্য পেল পুলিশ ৷ উদ্ধার করা হল নাইন এম এম পিস্তল, তিন রাউন্ড গুলি এবং খুন করতে যাওয়ার জন্য ব্যবহৃত বাইক ৷ রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতার ভাইপোকে গ্রেপ্তার করা হয় ৷ তাকে আদালতের মাধ্যমে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে, খুনের কথা স্বীকার করে সে ৷ জেরা করে ঘটনায় জড়িত আরও এক দুষ্কৃতীর নাম প্রকাশ্যে আসে ৷

আরও পড়ুন : এবার বিজেপির পরিবারে ভাঙন! মুকুল রায়ের শ্যালক তৃণমূলে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার শীতগ্রাম গ্রামপঞ্চায়েতের কৃষ্ণমুড়ি গ্রামের বাসিন্দা মহম্মদ আলির সঙ্গে জমি নিয়ে বিবাদ চলছিল তাঁর ভাই টেপু আলির ৷ বিবাদের জেরে দুই পরিবারের মধ্যে গন্ডগোল, হাতাহাতিও হয় । 27 জানুয়ারি সকালে মহারাজা গ্রামে মাঠের ধারে রাস্তায় মহম্মদ আলির রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা । মৃতদেহের বুকে গুলির ক্ষত ছিল ।

রায়গঞ্জে তৃণমূল নেতা খুনের ঘটনায় তদন্তে সাফল্য পেল পুলিশ

আরও পড়ুন : কৃষক নেতাদের নিয়ে ভেঙে পড়ল মহাপঞ্চায়েত মঞ্চ

রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপার নেতৃত্বে পুলিশবাহিনী সেদিন ঘটনাস্থান থেকে উদ্ধার করেছিল দুই রাউন্ড গুলি ৷ পুলিশের প্রাথমিক অনুমান, দুষ্কৃতীরা খুব কাছ থেকে মহম্মদ আলিকে গুলি করে । ঘটনায় ওই তৃণমূল নেতার ভাইপো সিকেন্দর আলিকে গ্রেপ্তার করে পুলিশ । আদালতের মাধ্যমে তাকে পুলিশ রিমান্ডে নিয়ে তদন্ত শুরু করে । জেরায় খুনের কথা স্বীকার করে সে ৷ পাশাপাশি শাহেনশা নামে এক দুষ্কৃতীর ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টিও জানায় ৷

আরও পড়ুন : গুন্ডাদমন শাখার তল্লাশিতে উদ্ধার আগ্নেয়াস্ত্র, ধৃত তিন

ABOUT THE AUTHOR

...view details