পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউনে বাইরে, কান ধরে ওঠবোস করাল পুলিশ - করণদিঘি

করণদিঘি থানা এলাকায় মাঝেমধ্যেই লকডাউন উপেক্ষা করে প্রচুর মানুষের ভিড়ের খবর সম্প্রতি খবরে উঠে এসেছে। এদিন এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে রাস্তায় নামে করণদিঘি থানা পুলিশ। একাধিক জায়গায় মানুষকে দাঁড় করিয়ে তাদের বাইরে বের হওয়ার কারণ জানতে চাওয়া হয়।এরপরই কড়া পদক্ষেপ নেয় পুলিশ ।অপ্রয়োজনে রাস্তায় বের হওয়া মানুষদের কান ধরে ওঠবোস করানোর পাশাপাশি কীভাবে মাস্ক ব্যবহার করতে হবে শিক্ষা দিল পুলিশ আধিকারিকরা।

lockdown
লকডাউন

By

Published : Apr 18, 2020, 4:46 PM IST

Updated : Apr 18, 2020, 7:06 PM IST

রায়গঞ্জ, 18 এপ্রিল: লকডাউন উপেক্ষা করে অপ্রয়োজনে রাস্তায় ঘুরে বেড়ানো মানুষদের শিক্ষা দিতে কঠোর পদক্ষেপ করল পুলিশ। অপ্রয়োজনে রাস্তায় বের হওয়া মানুষদের কান ধরে ওঠবোস করার পাশাপাশি কীভাবে মাস্ক ব্যবহার করতে হবে শিক্ষা দিলেন পুলিশ আধিকারিকরা।ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানা এলাকার টুঙ্গিদিঘির।এদিন দুপুর থেকেই আচমকা অভিযানে নামেন পুলিশকর্মীরা। লকডাউন ভেঙে বের হওয়া মা এদিন রাস্তায় মানুষকে দাঁড় করিয়ে কান ধরে ওঠবোস করায় পুলিশ । তাদের বিরুদ্ধে আগামী সময়ে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পুলিশ ৷

কোরোনা ভাইরাস মোকাবিলায় লকডাউন মেনে চলার নিদান দিয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকার। কিন্তু সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করেই কিছু মানুষ রাস্তায় বেরিয়ে পড়ছেন । ভিড় জমাতে দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায়। করণদিঘি থানা এলাকায় মাঝেমধ্যেই লকডাউন উপেক্ষা করে প্রচুর মানুষের ভিড়ের খবর সম্প্রতি খবরে উঠে এসেছে ৷ এর বিরুদ্ধে পদক্ষেপ করতে রাস্তায় নামে করণদিঘি থানা পুলিশ। একাধিক জায়গায় মানুষকে দাঁড় করিয়ে তাদের বাইরে বের হবার কারণ জানতে চাওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় নিতান্ত শখের বসেই রাস্তায় বেরিয়ে এদিক ওদিক ঘুরছে সাধারণ মানুষ। এরপরই কড়া পদক্ষেপের কথা চিন্তা ভাবনা করেন করণদিঘি থানার পুলিশ আধিকারিকরা।

রাস্তায় দাঁড় করিয়ে কান ধরে ওঠবোস করানো শুরু করেন তারা। একাধিক মানুষকে এদিন কান ধরে ওঠবোস করানো হয়েছে। এরপরও যদি একইভাবে রাস্তায় সাধারণ মানুষ বিনা কারণে ঘুরে বেড়ায় তবে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন করণদিঘি থানার পুলিশ আধিকারিকরা।এ বিষয়ে রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার বলেন লকডাউন উপেক্ষা করে যারা বাইরে বের হচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কোনওভাবেই লকডাউন উপেক্ষা করা চলবে না।

Last Updated : Apr 18, 2020, 7:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details