রায়গঞ্জ, 29 এপ্রিল : উত্তর দিনাজপুর জেলা আপাতত গ্রিন জ়োনে রয়েছে । কিন্তু সংক্রমণ ঠেকাতে সদা তৎপর জেলার পুলিশ প্রশাসন । ইতিমধ্য়েই অন্য জেলায় কর্মরত পুলিশ কর্মী এবং আবগারি দপ্তরের কর্মীরা ছুটিতে রায়গঞ্জে ফিরেছিলেন । অভিযোগ ওঠে, বাড়ি ফেরার পর তাঁরা কেউই কোয়ারানটিন সেন্টারে যেতে চাননি । খবর পেয়েই তৎপর হয় পুলিশ । এপর্যন্ত মোট 10 জন পুলিশ ও আবগারি কর্মীকে কোয়ারানটিনে পাঠানো হয়েছে ।
ভিন জেলা ফেরত রায়গঞ্জবাসী পুলিশ-আবগারি কর্মীরা কোয়ারানটিনে
এপর্যন্ত পুলিশ ও আবগারি দপ্তরের মোট 10 জন কর্মীকে কোয়ারানটিনে পাঠানো হয়েছে ।
এবিষয়ে জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষ হোক কিংবা সরকারি দপ্তরের মানুষজন । যে কেউই এই মারণ ভাইরাসের বাহক হতে পারে । তাই বাইরে থেকে আসা সবাইকে কোয়ারানটিনে পাঠানো হয়েছে। সেই তালিকা থেকে বাদ পড়েননি পুলিশ ও আবগারি দপ্তরের কর্মীরাও। সরকারি নির্দেশিকা মেনেই কোয়ারানটিন সেন্টারে থাকতে হবে তাঁদের । চিকিৎসকরা ফিট সার্টিফিকেট দিলে, তবেই তাঁদের বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।
এবিষয়ে রায়গঞ্জ পুলিশ জেলা সুপার সুমিত কুমার বলেন, "পুলিশ এবং আবগারি দপ্তরের কর্মীরা যাঁরা বাইরের জেলায় কর্মরত এবং ছুটিতে বাড়িতে এসেছেন, তাঁদের কোয়ারানটিন সেন্টারে পাঠানো হচ্ছে । এখনও পর্যন্ত প্রায় 10 জন কর্মীকে কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয়েছে। সরকারি নির্দেশিকা মেনেই কাজ করা হচ্ছে। মানুষের বৃহত্তর স্বার্থে এই কাজ করছি আমরা।"