রায়গঞ্জ, 23 মার্চ : লকডাউন কার্যকর ও সফল করতে সক্রিয় রায়গঞ্জ পুলিশ । কোনও প্রয়োজন ছাড়া যাঁরা বাইরে বেরিয়েছিলেন তাঁদের বাড়ি ফেরান পুলিশ আধিকারিকরা । লাঠিচার্জ করতে দেখা যায় তাদের ।
লকডাউন কার্যকর করতে রায়গঞ্জে লাঠিচার্জ পুলিশের - লাঠিচার্জ
সরকারি নির্দেশিকা অমান্য অনেকেই রাস্তায় বেরিয়েছিলেন । তাদের হটাতে লাঠিচার্জ করে পুলিশ । রায়গঞ্জের ঘটনা ।
লাঠিচার্জ পুলিশের
আজ বিকেল থেকেই রাজ্যে শুরু হয়ে গেছে লকডাউন । তা সত্ত্বেও রাজ্যের কয়েকটি জায়গায় সরকারি নির্দেশিকা অমান্য করে অনেকেই রাস্তায় বেরিয়েছেন । রায়গঞ্জেও প্রথমে একই ছবি দেখা যায় । কিন্তু পুলিশের তৎপরতায় তা বেশিক্ষণ স্থায়ী হয়নি ।
লকডাউন কার্যকর করতে রায়গঞ্জের ঘড়ি মোড় এলাকায় মোতায়েন করা হয় পুলিশ । কোনও বিশেষ প্রয়োজন ছাড়া বেরোলেই বাড়ি পাঠিয়ে দিচ্ছে পুলিশ । অনেকের উপর লাঠিচার্জও করে তারা ।
Last Updated : Mar 24, 2020, 10:20 AM IST