পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রায়গঞ্জে বিক্ষোভকারীদের কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ

গোলাম রব্বানির নেতৃত্বে প্রতিবাদী মিছিল করে তৃণমূল কংগ্রেস সমর্থনকারীরা । TMC সমর্থকরা এদিন বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর চালায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করে এবং কাঁদানে গ্যাসের শেল ফাটাতে বাধ্য হয় । এর ফলে ওই এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ।

agitation in south dinajpur
NRC-র প্রতিবাদে বিক্ষোভকারীদের গাড়ি ভাঙচুর

By

Published : Dec 17, 2019, 7:15 AM IST

রায়গঞ্জ, 16 ডিসেম্বর : NRC এবং নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর প্রতিবাদে সারা রাজ্যে তোলপাড় চলছে । রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদী মিছিল করছে আন্দোলনকারীরা । আজ তার আঁচ পড়েছে উত্তর দিনাজপুরের কানকি এলাকায় । এদিন গোয়ালপুকুরের বিধায়ক গোলাম রব্বানির নেতৃত্বে প্রতিবাদী মিছিল করে তৃণমূল কংগ্রেস সমর্থনকারীরা ।

TMC সমর্থকরা এদিন বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর চালায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করে এবং কাঁদানে গ্যাসের শেল ফাটাতে বাধ্য হয় । এর ফলে ওই এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ।

মিছিলটি উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার কানকি বাজার থেকে শুরু হয় । শেষ হয় কানকি ফাঁড়িতে । এই মিছিলের মাঝেই বিক্ষোভকারীরা গাড়ি ভাঙচুর করে । ফাঁড়ি সংলগ্ন সড়ক অবরোধ করে । এছাড়া একটি সরকারি বাসে আগুন লাগিয়ে দেয় ।

বিক্ষোভকারীদের সামলাতে ওই এলাকায় পুলিশ বাহিনী নামে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করে, কাঁদানে গ্যাস ছোড়ে । 31 নম্বর জাতীয় সড়ক রণক্ষেত্রের চেহারা নেয় । বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে বলে অভিযোগ ।

BJP জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি এই প্রসঙ্গে তীব্র নিন্দা করে বলেন, "মিছিলে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী গোলাম রব্বানি উপস্থিত ছিলেন । তাঁর উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে । তিনি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিক । কারণ শান্তি মিছিলের নাম করে অশান্তির বাতাবরণ সৃষ্টি করেছেন তাঁরা ।"

অপরদিকে প্রতিবাদী মিছিলে সরকারি সম্পত্তি ভাঙচুরের তীব্র প্রতিবাদ করেছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল । এছাড়া আরও জানিয়েছেন, কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের পুলিশ খুঁজে বের করবে । যথাযথ শাস্তি দেওয়া হবে ।

ABOUT THE AUTHOR

...view details