রায়গঞ্জ, 17 নভেম্বর:রায়গঞ্জের রবিন্দ্রপল্লী এলাকায় গৃহবধূ সুপ্রিয়া দত্তকে খুনের অভিযোগ (Raiganj Housewife Murder) ৷ আলিপুরদুয়ারের ফালাকাটার বাবুপাড়া এলাকার একটি হোটেল থেকে গতকাল দুপুরে ঘটনার মূল অভিযুক্ত প্রবাল সরকারকে গ্রেফতার করে পুলিশ (Main Accused Arrested From Alipurduar)। গ্রেফতার হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযুক্তকে নিয়ে রায়গঞ্জের উদ্দেশে রওনা দেয়। এদিন 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান রায়গঞ্জে ডিএসপি রিপন বল (Police demanded 10 days PC of main accused)।
অভিযুক্তকে আদালতে পাঠানোর আগে রায়গঞ্জের ডিএসপি রিপন বল একটি সাংবাদিক সম্মেলন করে বলেন, "আলিপুরদুয়ারের একটি হোটেল থেকে গতকাল দুপুরে মূল অভিযুক্ত প্রবাল সরকারকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত প্রবাল সরকারকে গ্রেফতার করে তার থেকে সুপ্রিয়া দত্তের দু'টি মোবাইল উদ্ধার করা হয়েছে ৷ পাশাপাশি খুনে ব্যবহার করা একটি মোটর বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে। আদালতের কাছে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন চাওয়া হয়েছে ৷ এরপর অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনাটি জানা যাবে বলে জানান রিপনবাবু।