রায়গঞ্জ, ১৬ মে: গতকাল থেকে করোনাবিধি আরও কড়াকড়ি শুরু হয়েছে, সম্পূর্ণ লকডাউন না হলেও আধা লকডাউন বলাই চলে। করোনা মোকাবিলায় রাজ্য সরকারের কার্যত লকডাউন সফল করতে ও করোনা সংক্রমণ রুখতে যথেষ্ট তৎপর দেখা গেল উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনকে। লকডাউনের জেরে রাস্তায় নামেনি কোনও যানবাহন, খোলেনি কোনও দোকানপাট। তবে নিয়মানুযায়ী সকাল ৭ টা থেকে বাজারখোলা ছিল এবং বাজারে ক্রেতা-বিক্রেতাদের ভীড় ছিল প্রচুর। সকাল ১০টা পর্যন্ত বাজারের সময়সীমা শেষ হতেই রায়গঞ্জ শহর সহ অন্যান্য জায়গায় বাজার বন্ধ করতে পুলিশ প্রশাসন কড়া পদক্ষেপ নিল। রাস্তাঘাটে মোটরবাইক চালক ও অন্যান্য লোকজনকে দেখলেই পুলিশ তাঁদের বুঝিয়ে বাড়ি ফেরত পাঠিয়ে দিচ্ছে এবং বলছে নিজেও সুস্থ থাকুন অপরকেও সুস্থ রাখুন। তাছাড়া অকারণে বাড়ি থেকে কেউ বেরোলে ধমকও দিচ্ছে।
দেশ ও রাজ্যে করোনার বাড়বাড়ন্তে রাজ্যে সরকার যে বিধিনিষেধ জারি করেছে তা পালন করতে রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকায় চলেছে পুলিশের নাকা চেকিং। উত্তর দিনাজপুর জেলাতেও অতিমারি করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। প্রতিদিনই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যু মিছিলও। এমতাবস্থায় করোনা সংক্রমণ প্রতিরোধে ২০২০ সালের মতো ২১ সালেও লকডাউনের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। রবিবার ১৬ মে থেকে ৩০ মে পর্যন্ত চলবে এই লকডাউন। শুধুমাত্র সকাল ৭ টা থেকে বেলা ১০ টা পর্যন্ত খোলা থাকবে মুদিখানার দোকান ও বাজার।