রায়গঞ্জ, 29 জুন :বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে ৷ এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের চণ্ডীতলা এলাকায় ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নিহত ওই ব্যাক্তির নাম তারাশঙ্কর ভট্টাচার্য ৷ এলাকায় তিনি একজন সমাজসেবী এবং ক্রীড়া ও সংস্কৃতি জগতের মানুষ হিসাবে পরিচিত ছিলেন ৷ তাঁর এমন মর্মান্তিক পরিণতিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷ এই ঘটনায় প্রয়াত তারাশঙ্করের ছেলে রাজর্ষী ভট্টাচার্যকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন :বাড়িতে পোষ্য ঢোকায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে পিটিয়ে খুন, ধৃত প্রতিবেশী
উল্লেখ্য, রায়গঞ্জের সমাজসেবী, জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সম্পাদক এবং রায়গঞ্জ নন্দন ফুলমেলা কমিটির প্রধান পৃষ্ঠপোষক ছিলেন এই তারাশঙ্কর ভট্টাচার্য ৷ শহরের গুণীজন হিসাবেই পরিচিত ছিলেন তিনি ৷ তাঁর এমন মর্মান্তিক পরিণতি কিছুতেই মেনে নিতে পারছেন না রায়গঞ্জের মানুষ ৷ গোটা ঘটনায় তাঁরা হতবাক ৷