পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাস্কবিহীনদের ধরে গারদে পুরছে হেমতাবাদ থানার পুলিশ

করোনা আবহে মাস্ক না পরেই যাঁরা বাইরে বেরোচ্ছেন, তাঁদের পাকড়াও করতে এবার অভিযান শুরু করল উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার পুলিশ ৷ সোমবার এই অভিযান চলাকালীন বেশ কয়েকজনকে আটক ও গ্রেফতার করা হয় ৷

wb_ndin_01_musk_campaign_arrest_hemtabad_wb10021
মাস্কবিহীনদের ধরে গারদে পুরছে হেমতাবাদ থানার পুলিশ

By

Published : Apr 26, 2021, 7:43 PM IST

রায়গঞ্জ, 26 এপ্রিল : করোনা রুখতে সচেতনতামূলক প্রচারের পাশাপাশি এবার কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা শুরু করল উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার পুলিশ ৷ একদিকে মাইকিংয়ের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের মাস্ক পরার আবেদন জানাচ্ছেন তারা, পাশাপাশি, যাঁরা মাস্ক না পরেই ঘরের বাইরে বেরোচ্ছেন, তাঁদের সবক শেখাতে শুরু হয়েছে ধরপাকড়ও ৷ মাস্ক না পরায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক ও গ্রেফতার করা হয় ৷

পুলিশের এই কড়া পদক্ষেপে কিছুটা হলেও টনক নড়েছে এলাকাবাসীর ৷ করোনার ভয়ে না হলেও গ্রেফতারির ভয়ে মুখে মাস্ক আটকাচ্ছে বেয়াড়ারা ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার মাস্ক অভিযানে বেরিয়ে 15 জনকে আটক করা হয় ৷

অতিমারির দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে সারা দেশে ৷ ব্য়তিক্রম নয় উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলাও ৷ প্রতিদিনই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ রবিবার উত্তর দিনাজপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা ছিল 203 ৷ জেলায় দ্রুত ছড়াচ্ছে ভয়ঙ্কর ভাইরাস ৷ এর থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবহার-সহ যাবতীয় কোভিড বিধির পালন ৷

আরও পড়ুন :উত্তরবঙ্গ মেডিকেল কলেজে করোনা চিকিৎসার জন্য অক্সিজেন প্লান্ট বসানোর উদ্যোগ

কিন্তু কিছু মানুষ এখনও অসচেতনভাবে মাস্কবিহীন হয়েই চলাফেরা করছেন ৷ মূলত তাঁদের শিক্ষা দিতেই ধরপাকড় করতে হচ্ছে বলে জানিয়েছে হেমতাবাদ থানার পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details