রায়গঞ্জ, 26 এপ্রিল : করোনা রুখতে সচেতনতামূলক প্রচারের পাশাপাশি এবার কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা শুরু করল উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার পুলিশ ৷ একদিকে মাইকিংয়ের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের মাস্ক পরার আবেদন জানাচ্ছেন তারা, পাশাপাশি, যাঁরা মাস্ক না পরেই ঘরের বাইরে বেরোচ্ছেন, তাঁদের সবক শেখাতে শুরু হয়েছে ধরপাকড়ও ৷ মাস্ক না পরায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক ও গ্রেফতার করা হয় ৷
পুলিশের এই কড়া পদক্ষেপে কিছুটা হলেও টনক নড়েছে এলাকাবাসীর ৷ করোনার ভয়ে না হলেও গ্রেফতারির ভয়ে মুখে মাস্ক আটকাচ্ছে বেয়াড়ারা ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার মাস্ক অভিযানে বেরিয়ে 15 জনকে আটক করা হয় ৷