পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রায়গঞ্জে আংশিক লকডাউন সফল করতে তৎপর পুলিশ - success lockdown in Raiganj

জেলা সদর রায়গঞ্জ শহরে প্রতিদিনই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা । বেড়ে চলেছে মৃত্যুর হারও । রাজ্য সরকারের নির্দেশকে কার্যকর করতে রবিবার ভোট গণনা শেষ হতেই তৎপর হয়ে ওঠে রায়গঞ্জ থানার পুলিশ । বেলা 12টা নাগাদ রায়গঞ্জ শহরের ক্ষুদিরাম সরণী থেকে শুরু করে নিশীথ সরণীতে আংশিক লকডাউন সফল অভিযানে নামে পুলিশ ।

লকডাউন সফল করতে তৎপর পুলিশ
লকডাউন সফল করতে তৎপর পুলিশ

By

Published : May 3, 2021, 10:42 PM IST

রায়গঞ্জ, 3 মে : রাজ্য সরকারের আংশিক লকডাউন সফল করতে তৎপর রায়গঞ্জ থানার পুলিশ । রায়গঞ্জ শহরের যেসব দোকানপাট ব্যাবসায়ী প্রতিষ্ঠান আংশিক লকডাউনের নিয়ম ভেঙে দোকান চালাচ্ছিলেন তাঁদের দোকান বন্ধ করে দেয় পুলিশ । পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে মাস্কের ব্যাবহার ও লকডাউনের বিধিনিয়ম প্রচারও করল রায়গঞ্জ থানার পুলিশ ।

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে সারা রাজ্যে ৷ একই চিত্র উত্তর দিনাজপুর জেলাতেও । জেলা সদর রায়গঞ্জ শহরে প্রতিদিনই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা । বেড়ে চলেছে মৃত্যুর হারও । এমতাবস্থায় রাজ্য প্রশাসন রাজ্যজুড়ে আংশিক লকডাউনের ঘোষণা করে । শপিংমল থেকে শুরু করে সিনেমা হল, বার, রেস্টুরেন্ট, স্পা, জিম, সুইমিংপুল পুরোপুরি বন্ধ রাখা হয়েছে । সকাল 7টা থেকে সকাল 10টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত শুধুমাত্র বাজার এবং দোকানপাট খোলা থাকবে । বাকি সময় বন্ধ রাখতে হবে সবকিছুই । রাজ্য সরকারের এই নির্দেশকে কার্যকর করতে রবিবার ভোট গণনা শেষ হতেই তৎপর হয়ে ওঠে রায়গঞ্জ থানার পুলিশ । বেলা 12টা নাগাদ রায়গঞ্জ শহরের ক্ষুদিরাম সরণী থেকে শুরু করে নিশীথ সরণীতে আংশিক লকডাউন সফল অভিযানে নামে পুলিশ ।

লকডাউন সফল করতে তৎপর পুলিশ

আরও পড়ুন : শিবপুরে দোকান ভাঙচুর ও অবাধে লুট, ভাইরাল ভিডিয়ো

নির্দিষ্ট সময়ের পরেও শহরের দোকান ও ব্যাবসায়ী প্রতিষ্ঠানগুলো খোলা রাখায়, দোকান বন্ধ করে দেয় পুলিশ । পাশাপাশি করোনা সংক্রমণ প্রতিরোধে সাধারন মানুষকে সচেতন করার উদ্যোগও নিয়েছে রায়গঞ্জ থানার পুলিশ । মাইকিংয়ের মাধ্যমে শহরের দোকানদার ব্যাবসায়ী প্রতিষ্ঠান ও সাধারন মানুষকে সচেতনতার বার্তা দেয় পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details