রায়গঞ্জ, 18 মে : DYFI -এর কমিউনিটি কিচেন বন্ধ করার হুমকি দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে । গতকাল রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকায় রায়গঞ্জ থানার পক্ষ থেকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন DYFI সদস্যরা ।
সাতদিন ধরে শিলিগুড়ি মোড় এলাকায় কমিউনিটি কিচেন চালাচ্ছে DYFI ৷ গতকাল রায়গঞ্জ থানার পুলিশ এসে এই কমিউনিটি কিচেন বন্ধ করে দেওয়ার জন্য বারবার চাপ দিতে থাকে বলে অভিযোগ ৷ কেন বন্ধ করা হবে ? তা জানতে চাইলে পুলিশ কোনও উত্তর দিতে পারেনি বলে জানিয়েছে তারা ৷
তাদের বক্তব্য, প্রায় দিনই একশো থেকে দেড়শো লোক ওই কমিউনিটি কিচেনের তৈরি হওয়া খাবারের উপর নির্ভর করে রয়েছেন । তাই কোনওভাবেই পুলিশের হুমকির জন্য তারা নিজেদের অবস্থান থেকে সরে দাঁড়াবে না । পুলিশের পালটা দাবি, কোনও দলীয় কর্মসূচি বর্তমানে বন্ধ থাকা সত্ত্বেও DYFI তাদের দলের ব্যানারে এই কর্মসূচি চালাচ্ছে । যা নিয়মবিরুদ্ধ ।
এবিষয়ে DYFI - এর জেলা সহ সম্পাদক প্রাণেশ সরকার বলেন, "আমাদের এই কমিউনিটি কিচেন জোর করে বন্ধ করে দিতে চাইছে সরকার ৷ সেই নির্দেশ মতো পুলিশ এসে আমাদের হুমকি দিয়েছে । যদিও আমরা এই হুমকি উপেক্ষা করেই পরিযায়ী শ্রমিকদের খাবারের বন্দোবস্ত করছি । আমরা মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করতে চাইছি । এতে অন্যায়ের কিছু নেই । " এবিষয়ে রায়গঞ্জ পুলিশ জেলার শীর্ষ আধিকারিকরা সরাসরি কোনও মন্তব্য করতে চাননি ৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেন, "বর্তমানে যে কোনও ধরনের দলীয় কর্মসূচি নিষিদ্ধ রয়েছে । তা সত্ত্বেও DYFI তাদের দলীয় পতাকার ব্যানারে এই ধরনের কর্মসূচি করছিল । যা অন্যায় । সামাজিক দূরত্ব উপেক্ষা করে দলীয় ব্যানারে কমিউনিটি কিচেন করা হচ্ছিল । তা আমরা হতে দেব না । "