রায়গঞ্জ, 4 জানুয়ারি : বিজেপি আর তার সরকার মানুষকে শুধু মিথ্যে প্রতিশ্রুতি দেয় ৷ বছরের পর বছর পেরিয়ে গেলেও চালু হল না উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের লাইফ লাইন 34 নম্বর জাতীয় সড়কের ডালখোলা বাইপাস ৷ এমনই প্রতিক্রিয়া উত্তর দিনাজপুর জেলার ডালখোলা যানজট সমস্যা নিয়ে ভুক্তভোগী সাধারণ মানুষ থেকে জনপ্রতিনিধিদের । আগামী 26 জানুয়ারি ডালখোলা বাইপাস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কেন্দ্রীয় সরকারের এই ঘোষণায় অবশ্য সাধারণ মানুষ আস্থা রাখেননি (PM Narendra Modi to inaugurate Dalkhola bypass in Uttar Dinajpur) ৷
সূত্রের খবর, যেভাবে ডালখোলা বাইপাস নির্মাণের কাজ চলছে, তাতে 2022-এর 26 জানুয়ারি নয়, 2023-এর 26 জানুয়ারিতেও ডালখোলা বাইবাস চালু হবে কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে । তাই কলকাতা থেকে উত্তর-পূর্ব ভারতে যোগাযোগকারী 34 নম্বর জাতীয় সড়কে রেলগেটে যানজট যন্ত্রণা থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা নেই বলে মনে করছেন স্থানীয়রা ।
উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের একমাত্র সম্বল 34 নম্বর জাতীয় সড়ক । সদাব্যস্ত এই সড়কপথের ডালখোলা রেলগেটে যানজট স্থানীয়দের নিত্য সমস্যা । এথেকে মুক্তি পেতে ডালখোলা বাইপাস নির্মাণের দাবি জানিয়েছিলেন জেলা তথা উত্তরবঙ্গের মানুষ । 2006-এ প্রথম ইউপিএ সরকার এর অনুমোদন দেয় ।
26 জানুয়ারি ডালখোলা বাইপাস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও পড়ুন : Dhyan Chand Sports University inauguration : মীরটে ধ্যানচাঁদ নামাঙ্কিত ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
দীর্ঘদিন পর জমি জট কাটিয়ে শুরু হয় ডালখোলা বাইপাস তৈরির কাজ । রয়েছে দু'টি সেতু নির্মাণ । এরপরই কেন্দ্রে ক্ষমতায় আসে মোদীর বিজেপি সরকার ৷ অভিযোগ, এই সময় 34 নম্বর জাতীয় সড়ক ফোরলেন-সহ ডালখোলা বাইপাস তৈরির কাজ থমকে যায় । কয়েকমাস আগে আবার তোড়জোর শুরু হয় ৷ যদিও কাজ চলছে মন্থর গতিতে বলে অভিযোগ স্থানীয়দের ।
নির্মাণকারী সংস্থার ফোরম্যান সাধনচন্দ্র তন্তুবায় জানালেন, গার্ডার জয়েন্টের কাজ চলছে ৷ যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করলেও 26 জানুয়ারির আগে কাজ সম্পূর্ণ হবে কি না, সে নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারলেন না তিনি ৷ সংস্থার আরেক কর্মী মহম্মদ মুবারক বললেন, "আমরা পুরো চেষ্টা করছি ৷ 26 জানুয়ারির আগে হওয়া মনে হয় সম্ভব নয় ৷"
ডালখোলার বাসিন্দা মহম্মদ তৌসিফ আলম বললেন, "বিগত 18 বছর ধরে শুনে আসছি বাইপাস হবে ৷ কিন্তু চালু হচ্ছে না ৷ ডালখোলা রেলগেটে যানজটের ফলে অনেক অসুস্থ রোগী মারা যান ৷" তাঁর অভিযোগ, প্রত্যেক মাসে বা 15 দিন অন্তর একটা করে দুর্ঘটনা ঘটে ৷ তারপরই শোনা যায়, যে এই বাইপাস হয়ে যাবে ৷ ব্রিজের অংশ দেখিয়ে তিনি বলেন, "ছ'মাসের মধ্যেও হবে সম্পূর্ণ হবে কি না, সন্দেহ ৷"
আরেক বাসিন্দা মহম্মদ জাকির হোসেন জানালেন, অনেক 26 তারিখের কথা শুনেছেন তিনি ৷ কিন্তু আজও হয়নি ৷ তিনি বলেন, "সরকার দিল্লিতে বসে আছেন ৷ যেটা বলেন, সেটা হয় না ৷ সরকার অনেক কিছু বলে, কিন্তু সব মানুষ কষ্টে রয়েছে ৷"
আরও পড়ুন : ভোটের আগে ডালখোলার যানজট নিয়ে তৃণমূল-বিজেপি তরজা
কেন্দ্রীয় সরকারের কোনও কথায় আজ আর মানুষের ভরসা নেই, জানালেন স্থানীয় নজরুল ইসলাম ৷ মানুষের এই ধারণা তৈরি হয়ে গিয়েছে, তারা সব সময় মিথ্যে কথা বলে ৷ 26 তারিখ বললেও যেদিন হবে, সেদিনই বিশ্বাস করবেন তিনি ৷ তিনি বললেন, "এর আগে অনেকবার বলেছে, কিছু হয়নি ৷ বহু লোক মারা গিয়েছেন এখানে ৷ বহুবার ধর্না দিয়েছি আমরা, আজ পর্যন্ত কোনও সমাধান হয়নি ৷"
রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, "বিজেপির পক্ষ থেকে বড় বড় বুলি আওড়ানো হয় ৷ কিন্তু বাস্তবে দেখা যায় কোনও কাজই হয়নি । কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে আগামী 26 জানুয়ারি ডালখোলা বাইপাস উদ্বোধন করা হবে । কিন্তু বাস্তবে একটা গোটা সেতু নির্মাণই বাকি পড়ে রয়েছে, যা তৈরি করতে অন্তত ছ-সাত মাস সময় লাগবে । অত্যন্ত মন্থর গতিতে কাজ চলছে ।" তিনি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেন, দ্রুত এই ডালখোলা বাইপাস তৈরির কাজ শেষ হোক ৷ উত্তর দিনাজপুরের মানুষ দুর্ভোগ থেকে রেহাই পাক ।