রায়গঞ্জ, 1 জুন : যে হাতে দামি দামি ক্যামেরা নিয়ে গণ্যমান্য ব্যক্তিদের ছবি তুলেছেন, আজ সংসার প্রতিপালন করতে সেই হাতেই ধরতে হয়েছে দাঁড়িপাল্লা । লকডাউনের জেরে রায়গঞ্জের প্রখ্যাত চিত্র সাংবাদিক হয়ে গিয়েছেন ফল বিক্রেতা । নিজের স্টুডিয়োর সামনেই ফলের পসরা সাজিয়ে রোজ বসেন বিকাশ সরকার । পসরায় রয়েছে মৌসুমি নানা ফল ।
লকডাউনে চিত্র সাংবাদিক হলেন ফল বিক্রেতা
লকডাউনে পেটের দায়ে চিত্র সাংবাদিক বনেছেন ফল বিক্রেতায় । পুঁজিপাতির শেষ সম্বলটুকুও খুঁইয়েছেন প্রথম লকডাউনে ।
রায়গঞ্জের উদয়পুরের বাসিন্দা বিকাশ বাবু 25 বছর ধরে বিভিন্ন নামকরা বাংলা সংবাদপত্রে চিত্র সাংবাদিকতার কাজ করেছেন । তাঁর ঝুলিতে রয়েছে ইন্দিরা গান্ধী, অটল বিহারী বাজপেয়ী, জ্যোতি বসু, লালকৃষ্ণ আদবানির তোলা নানা মুহূর্তের ছবি । স্টুডিয়ো করেছেন নিজের । কণিকা স্টুডিয়ো । রায়গঞ্জ কণিকা স্টুডিয়োকে এক নামে চিনত বহু দিন । সময় বদলেছে । এনালগ থেকে ডিজিটালে । আর তাই ক্যামেরা নয় হাতে হাতে এসেছে অ্যান্ড্রয়েড ।
দুই মেয়ে সহ স্ত্রীকে নিয়ে চার জনের সংসার । যা পুঁজিপাতি ছিল সবটাই প্রথম লকডাউনে শেষ হয়ে গিয়েছে । আপাতত বাধ্য হয়েই নিজের স্টুডিয়োর সামনের ফুটপাথে ফলের দোকান দিয়েছেন এখসময়ের চিত্রসাংবাদিক ।